এই পোষ্টে ছলনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি আমার জীবন তুমি আমার মরন। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
Tumi Amar Jibon Tumi amar Moron Song Lyrics 👇
তুমি আমার জীবন তুমি আমার মরন
তুমি সাধনায় এতদিনে পেয়েছি তোমায়
ও এতদিনে পেয়েছি তোমায়
তুমি আমার জীবন তুমি আমার মরন
তুমি সাধনায় এতদিনে পেয়েছি তোমায়
ও এতদিনে পেয়েছি তোমায়
[কাজল আর ভালোবাসা যতনে মেখে
আঁকবো তোমায় আমি এ দু'টি চোখে] - ২ বার
দেবো না মুছিতে আর নয়ন ও ধারায়
এতদিনে পেয়েছি তোমায়
ও এতদিনে পেয়েছি তোমায়
তুমি আমার জীবন তুমি আমার মরন
তুমি সাধনায় এতদিনে পেয়েছি তোমায়
ও এতদিনে পেয়েছি তোমায়...
[প্রণয়ের ও বাহুডোরে বেঁধে তোমাকে
রাখবো জড়িয়ে আজ আমার-ই বুকে!] - ২ বার
হার মানা হার ওগো পড়াবো গলায়
এতদিনে পেয়েছি তোমায়
ও এতদিনে পেয়েছি তোমায়
তুমি আমার জীবন তুমি আমার মরন
তুমি সাধনায় এতদিনে পেয়েছি তোমায়
ও এতদিনে পেয়েছি তোমায়...
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️