Tomake Vular Cheye (তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ) Lyrics

এই পোষ্টে জন্মদাতা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং সুবীর নন্দী 

🎧 Song Credits: 
অ্যালবাম - জন্মদাতা 

Tomake Vular Cheye Song Lyrics 👇

[তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ
মরনের অভিশাপ দিয়ে যাও 
যদি যেতে চাও ফিরে যেতে যাও 
যদি যেতে চাও ফিরে যেতে যাও] - ২ বার 

তুমি কি দেখাও দুঃখের ও ভয়
দুঃখ প্রেমের চেয়ে বড় নয়
কি দেখাও দুঃখের ও ভয়
দুঃখ প্রেমের চেয়ে বড় নয়
তবু যদি ভালোবেসে দুঃখ আসে
আমাকে সে যন্ত্রণা বইতে দাও
তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ
মরনের অভিশাপ দিয়ে যাও
যদি যেতে চাও ফিরে যেতে যাও 
যদি যেতে চাও ফিরে যেতে যাও

দেখো এ আমার অন্ধ হৃদয়
চায়না তোমার কোন পরিচয়
এ আমার অন্ধ হৃদয়
চায়না তোমার কোন পরিচয়
সুখে আমি তোমাকে বন্ধু পেয়ে
তুমিও সে বন্ধনে বেঁধে নাও

বন্ধু ওগো...
তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ
মরনের অভিশাপ দিয়ে যাও 
যদি যেতে চাও ফিরে যেতে যাও 
যদি যেতে চাও ফিরে যেতে যাও
তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ
তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ
তোমাকে ভোলার চেয়ে মরনও সহজ! 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম