Mon Dilam Pran Dilam (মন দিলাম প্রাণ দিলাম) Song Lyrics

এই পোষ্টে সেই ঘাটের মাঝি সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর 

🎧 Song Credits: 
অ্যালবাম - ঘাটের মাঝি
সুরকার - তানসেন খান 

Mon Dilam Pran Dilam Song Lyrics 👇

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি
ও আমার কাজল পাখি, ও আমার পরান পাখি
ও আমার কাজল পাখি, পরান পাখি!
মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি
ও আমার সুজন মাঝি, ও ঘাটের মাঝি 
ও আমার সুজন মাঝি, ঘাটের মাঝি! 


দুনিয়া বলে পাগল হয়েছি
আমি যে বলি, তোমার প্রেমে পড়েছি
তোমাকে আমি কথা দিয়েছি
তোমারি নামের মালা গলাই পড়েছি
ইশারাতে দিবা নিশি করো ডাকা ডাকি
ও আমার কাজল পাখি, ও আমার পরান পাখি
ও আমার কাজল পাখি, পরান পাখি!
মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি
ও আমার সুজন মাঝি, ও ঘাটের মাঝি 
ও আমার সুজন মাঝি, ঘাটের মাঝি! 

লাজেরও আঁচল কেড়ে নিও না
যাবো যে মরে হাতের ছোঁয়া দিও না
ভ্রমরা আমি সে কি জানো না
ফুলেরও মধু নিলে কি দোষ বলো না
ভয়ে ভয়ে তাইতো আমি দূরে সরে থাকি
ও আমার সুজন মাঝি, ও ঘাটের মাঝি 
ও আমার সুজন মাঝি, ঘাটের মাঝি! 
মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি
ও আমার সুজন মাঝি, ও ঘাটের মাঝি 
ও আমার সুজন মাঝি, ঘাটের মাঝি! 

মন দিলাম প্রান দিলাম আর কি আছে বাকি
ও আমার কাজল পাখি, ও আমার সুজন মাঝি
ও আমার পরান পাখি, ও ঘাটের মাঝি... 


🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম