Chotto Ekta Jibon Niye (ছোট্ট একটা জীবন নিয়ে) Song Lyrics

এই পোষ্টে প্রেমের তাজমহল সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - তুমি আমার আশা তুমি ভালোবাসা। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাঁপা

🎧 Song Credits:
অ্যালবাম - প্রেমের তাজমহল

Chotto Ekta Jibon Niye Song Lyrics 👇

[ছোট্ট একটা জীবন নিয়ে  
পৃথিবীতে কেনো বলো আসা? 
অনন্ত কাল ভালোবেসে,
ফুরাবেনা আমার ভালোবাসা! 
তুমি অমর করে দাও আমাকে
মন চায় তোমাকে... 
এই মন চায় তোমাকে!] - ২ বার

[বুকের ভিতর হৃদয় আছে, তার ভিতরে তুমি
তোমায় পেয়ে আপন পরাণ পর করেছি আমি] - ২ বার 
তুমি অমর করে দাও আমাকে
মন চায় তোমাকে... 
এই মন চায় তোমাকে!
ছোট্ট একটা জীবন নিয়ে  
পৃথিবীতে কেনো বলো আসা? 
অনন্ত কাল ভালোবেসে,
ফুরাবেনা আমার ভালোবাসা! 
তুমি অমর করে দাও আমাকে
মন চায় তোমাকে... 
এই মন চায় তোমাকে!

[অন্ধ হয়ে তোমায় আমি বেসেছি যে ভালো, 
নাই বা থাকুক দু'চোখ আমার
নাই বা থাকুক আলো!] - ২ বার 
তুমি অমর করে দাও আমাকে
মন চায় তোমাকে... 
এই মন চায় তোমাকে!
[ছোট্ট একটা জীবন নিয়ে  
পৃথিবীতে কেনো বলো আসা? 
অনন্ত কাল ভালোবেসে,
ফুরাবেনা আমার ভালোবাসা! 
তুমি অমর করে দাও আমাকে
মন চায় তোমাকে... 
এই মন চায় তোমাকে!] - ২ বার 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম