Bonomali Tumi Poro (বনমালি তুমি পর জনমে হইয়ো) Song Lyrics

এই পোষ্টে রাধা কৃষ্ণ সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - বনমালি তুমি পর জনমে হইয়ো রাঁধা। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎧 Song Credits:
অ্যালবাম - রাধা কৃষ্ণ

Bonomali Tumi Poro Jonome Song Lyrics 👇

আমি মরিয়া হইবো শ্রীনন্দের নন্দন 
তোমারে বানাবো রাঁধা... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা! 

বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা আ আ... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা! 
তুমি আমার-ই মত জ্বলিও জ্বলিও
বিরহ কুসুম হার গলেতে বান্ধিও 
তুমি আমার-ই মত জ্বলিও জ্বলিও 
বিরহ কুসুম হার গলেতে বান্ধিও 
তুমি যাইয়ো... যমুনার ঘাটে! 
তুমি যাইয়ো.... যমুনার ঘাটে, 
না মানি ননদীর ও বাঁধা আ আ... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা আ আ...
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা

তুমি আমার-ই মত কান্দিও কান্দিও 
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও 
তুমি আমারই মত কান্দিও কান্দিও 
কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে বলিও 
তুমি বুঝিবে তখন... নারীর ও বেদন 
তুমি বুঝিবে তখন... নারীর ও বেদন
রাধাঁরি প্রাণে কতো ব্যাথা আ আ... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা আ আ... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা 

তুমি আমার-ই মত মরিও মরিও 
শ্যাম কলঙ্কের হার গলেতে পড়িও
তুমি আমার-ই মত মরিও মরিও 
শ্যাম কলঙ্কের হার গলেতে পড়িও
তুমি পুড়িও তখন... আমার-ই মতন 
তুমি পুড়িও তখন... আমার-ই মতন 
বুকে লইয়া দুঃখের চিতা আ আ... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা আ আ... 
বনমালী তুমি পর জনমে হইয়ো রাঁধা 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম