এই পোষ্টে নায়ক সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং শাকিলা জাফর
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / শাকিলা জাফর
লেবেল - Eagle Music
Choto Choto Asha Song Lyrics 👇
ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা
[ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা
ভিরু ভিরু পায়ে কারো কাছে আসা
থাকতে পারি না তো দূরে তোমাকে না দেখে হায়
এভাবে কি দুটি মনে প্রেম হয়ে যায়] - ২ বার
ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা...
যতো আমি কাছে এসেছি, ততো তোমায় ভালোবেসেছি
যতো দেখি ভরে না তো মন, দেখি যেনো সারাটি জীবন!
বুকের ভেতর তুমি কাঁপন, প্রাণের চেয়ে আরও আপন
স্বপ্ন করে মনের ঘরে রেখেছি আমি তোমায়
এভাবে কি দুটি মনে প্রেম হয়ে যায়
ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা
ফুলের বুকে বসে ভ্রমরা, তোমায় আমি দিয়েছি ধরা
মধু খেয়ে যায় সে উড়ে, যেও না তো তুমি যে দুরে
হাতের কাঁকন চোঁখের কাজল করো আমায় শাড়ির আঁচল
একটি পলক তোমায় ছাড়া একা ঘরে থাকা দ্বায়
এভাবে কি দুটি মনে প্রেম হয়ে যায়
ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা
ভিরু ভিরু পায়ে আরো কাছে আসা
থাকতে পারি না তো দুরে তোমাকে না দেখে হায়
এভাবে কি দুটি মনে প্রেম হয়ে যায়
ছোট ছোট আশা বুকে বাঁধে বাসা
(হুম..হুম..হা..হা..)
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️