এই পোষ্টে শান্তি চাই সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - বড় লোকের কন্যা রে এতো দেমাগ ভালো না রে। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর
Boro Loker Konnare Eto Song Lyrics 👇
বড় লোকের কন্যারে এতো দেমাগ ভালো না রে
[ও বড় লোকের কন্যারে এতো দেমাগ ভালো না রে
তুমি যতই করো আমারে ঘৃণা
এখন আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই] - ২ বার
ও যতই ঝাড়ি মারো তুমি, ভয় করিনা ঝাড়িতে
ইচ্ছে করলে লজ্জা শরম পারিয়া ঘোল কারিতে
ও যতই ঝাড়ি মারো তুমি, ভয় করিনা ঝাড়িতে
ইচ্ছে করলে লজ্জা শরম পারিয়া ঘোল কারিতে
যতই ঝড়ুক তোমার কথায় ঝাল,
দাও না যতই ইংরেজীতে গাল
আমি মনে কিছু করিনা রে!
ও বড় লোকের কন্যারে এতো দেমাগ ভালো না রে
ও সাগরেতে গেলে তুমি, ধরবে তোমায় হাঙ্গরে,
থাকলে ডাঙ্গায়া খাবলে খাবে মানুষ খেকো বাঘ রে
সাগরেতে গেলে তুমি, ধরবে তোমায় হাঙ্গরে,
থাকলে ডাঙ্গায়া খাবলে খাবে মানুষ খেকো বাঘ রে
বেজাতটারে ঠান্ডা করো আজ নারী
তুমি পরো নারীর সাজ!
এতই অহংকারী হয়ো না রে
[ও বড় লোকের কন্যারে এতো দেমাগ ভালো না রে
তুমি যতই করো আমারে ঘৃণা
এখন আমি ছাড়া তোমার আর আপন কেউ নাই] - ২ বার
ও বড় লোকের কন্যারে এতো দেমাগ ভালো না রে
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️