Dhire Dhire Kache Ese (ধীরে ধীরে কাছে এসে) Song Lyrics

এই পোষ্টে শান্তি চাই সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ধীরে ধীরে কাছে এসে একি করিলে। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর

🎧 Song Credits:
অ্যালবাম - শান্তি চাই
সুরকার আলম খান

Dhire Dhire Kache Ese Song Lyrics 👇

ধীরে ধীরে কাছে এসে একি করিলে
চুপি চুপি যাদু করে কাছে টানিলে
পাগল করিলে আমায় পাগল করিলে 
পাগল করিলে আমায় পাগল করিলে 
ধীরে ধীরে কাছে এসে একি করিলে

দুটি চোখে ঘুম কেড়েছো দিয়েছো আশা 
দুটি চোখে ঘুম কেড়েছো ও... 
এই বুকে প্রেম দিয়েছো বেঁধেছো বাসা 
এই বুকে প্রেম দিয়েছো ও... 
একটু একটু করে আরো প্রেমে বাধিলে 
প্রেমে বাধিলে! 
ধীরে ধীরে কাছে এসে একি করিলে
চুপি চুপি যাদু করে কাছে টানিলে
পাগল করিলে আমায় পাগল করিলে 
পাগল করিলে আমায় পাগল করিলে 

সাথী ছাড়া প্রাণ বাঁচে না মেটে না চাওয়া
সাথী ছাড়া প্রাণ বাঁচে না...
আরো কাছাকাছি থাকো না দাও না ছোয়া 
আরো কাছাকাছি থাকো না... 
দুষ্ট দুষ্ট হাসি দিয়ে প্রাণে মারিলে
প্রাণে মারিলে! 
[ধীরে ধীরে কাছে এসে একি করিলে
চুপি চুপি যাদু করে কাছে টানিলে
পাগল করিলে আমায় পাগল করিলে 
পাগল করিলে আমায় পাগল করিলে] - ২ বার 


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম