এই পোষ্টে মনে রেখো আমায় সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - মনে রেখো আমায় তুমি যে আমার। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / রুনা লায়লা
Mone Rekho Amay Song Lyrics 👇
মনে রেখো আমায়...
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
তুমি যে আমার কত আপনার,
তুমি যে আমার কত আপনার আশা ভালোবাসায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
আ...আ...হুম...
প্রতিদিনই দেখি তবু ভরে না তো এই মন
প্রতিদিন দেখি তবু ভরে না তো এই মন
ইচ্ছে করে রাখি তোমায় চোখে চোখে সারাক্ষন
ইচ্ছে করে রাখি তোমায় চোখে চোখে সারাক্ষন
তুমি আর আমি প্রেমেরও নদী
তুমি আর আমি প্রেমেরও নদী, একই মোহনায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
তুমি যে আমার কত আপনার,
তুমি যে আমার কত আপনার আশা ভালোবাসায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
মনে রেখো আমায় ওগো মনে রেখ আমায়
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️