এই পোষ্টে ছলনা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - আশায় আশায় দিন কেটে যায়। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎧 Song Credits:
শিল্পী - সাবিনা ইয়াসমিন
Ashay Ashay Din Kete Song Lyrics 👇
আশায় আশায় দিন কেটে যায় স্বপনের রাত যে ফুরায়
দিনে থাকো বুকের মাঝে, সারারাত চোখের পাতায়
তোমার আমার এই যে বাঁধন, বিনে সুতোর মিলন মালায়
তুমি আমার জীবন সাথী! তুমি আমার ভালোবাসা
আশায় আশায় দিন কেটে যায়, স্বপনের রাত যে ফুরায়
দিনে থাকো বুকের মাঝে, সারারাত চোখের পাতায়
দক্ষিনা বাতাস এসে বলে যায় আসছো তুমি
দক্ষিনা বাতাস এসে বলে যায় আসছো তুমি
যখনি দুচোখ বুঝি সম্মুখে হাসছো তুমি
আমার এই অবুঝ হৃদয় তোমায় কাছে পেতে চায়
আশায় আশায় দিন কেটে যায়, স্বপনের রাত যে ফুরায়
দিনে থাকো বুকের মাঝে, সারারাত চোখের পাতায়
জনম ও জনম ধরে, পথ চেয়ে রইবো আমি
জনম ও জনম ধরে, পথ চেয়ে রইবো আমি
তোমার ই আছি ওগো, তোমার ই থাকবো আমি
মিলবে আমার নদী আগে তোমার মোহনায়
আশায় আশায় দিন কেটে যায়, স্বপনের রাত যে ফুরায়
দিনে থাকো বুকের মাঝে, সারারাত চোখের পাতায়
তোমার আমার এই যে বাঁধন, বিনে সুতোর মিলন মালায়
তুমি আমার জীবন সাথী! তুমি আমার ভালোবাসা
আশায় আশায় দিন কেটে যায়, স্বপনের রাত যে ফুরায়
দিনে থাকো বুকের মাঝে, সারারাত চোখের পাতায়
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️