এই পোষ্টে জন্মদাতা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙ্গুর পায়ে দিয়া। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর এবং আবিদা সুলতানা
🎧 Song Credits:
শিল্পী - এন্ড্রু কিশোর / আবিদা সুলতানা
Nach Nach Priya Song Lyrics 👇
নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙরু পায়ে দিয়া
আরে নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙরু পায়ে দিয়া
মেহেন্দীতে রাঙাই হাত!
হো গেইল বার হামার, হো গেইল বার হামার
হো গেইল বা বাজি মাত!
আরে নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙরু পায়ে দিয়া!
আরে নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙরু পায়ে দিয়া
মেহেন্দীতে রাঙাই হাত...
হো গাইল বার হামার, হো গাইল বার হামার
হো গাইল বা বাজি মাত!
মার ঝাড়ু, ঝাড়ু মেরে; ধুয়ে মুছে দেরে
দুনিয়াটা দে না করে ছাপ
কেমন করে আমি ধুয়ে মুছে দেবো
মানুষের মনে এত পাপ!
এ মার ঝাড়ু, ঝাড়ু মেরে; ধুয়ে মুছে দেরে
দুনিয়াটা দে না করে ছাপ
হায় কেমন করে আমি ধুয়ে মুছে দেবো
মানুষের মনে এত পাপ!
[সাদা রে কালো করে, কালো রে সাদা করে] - ২ বার
দিনকে বানায় এরা রাত
হো গাইল বার হামার, হো গাইল বার হামার
হো গাইল বা বাজি মাত!
[কেউ ছোট বড় নহে, গুণীজন কহে
তবু কেনো রে ওদের ভয়
হুজুরে মজুরে এত তফাৎ কেনো
সবাই সমান যদি হয়] - ২ বার
এদেরে ধরে ধরে ঝাপিতে রাখ ভরে
এদেরে ধরে ধরে ঝাপিতে রাখ ভরে
ভাংতে হবে বিশ্বের দ্বার
হো গাইল বার হামার, হো গাইল বার হামার
হো গাইল বা বাজি মাত!
নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙরু পায়ে দিয়া
আরে নাচ নাচ নাচ প্রিয়া ঘুঙরু পায়ে দিয়া
মেহেন্দীতে রাঙাই হাত!
হো গেইল বার হামার, হো গেইল বার হামার
হো গেইল বা বাজি মাত!
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️