Sobare Ami Korlam Par (সবারে আমি করলাম পার) Song Lyrics

এই পোষ্টে মাইয়ার নাম ময়না সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - সবারে আমি করলাম পার। গানটি গেয়েছে রুনা লায়লা এবং খালিদ হাসান মিলু 

🎧 Song Credits:
অ্যালবাম - মাইয়ার নাম ময়না 
সুরকার আলম খান

Sobare Ami Korlam Par Song Lyrics 👇

সবারে আমি করলাম পার
আমারে কে করবে পার?
ও দয়াল যদি না হও তুমি
নায়েরও কান্ডার, নায়েরও কান্ডার!
সবারে আমি করলাম পার

কেবা ডাকুক, কে বা দরবেশ
চিনতে পারিনা ও ও... চিনতে পারি না
পার হয়ে যায় আমারি নায়
জানতে পারিনা ও ও... জানতে পারি না
আমার পানির মাঝেই বসতবাড়ি
পানিতে সংসার, পানিতে সংসার!
সবারে আমি করলাম পার

জলে জীবন, জলে মরণ 
থামতে চায় না ও ও... থামতে চায় না
জোয়ার ভাঁটার নিঠুর খেলা 
আর তো সহে না ও ও... আর তো সহে না
তুমি ডাক পাঠাবে কখন বলো
আমি যে তৈয়ার, আমি যে তৈয়ার! 
সবারে আমি করলাম পার
আমারে কে করবে পার?
ও দয়াল যদি না হও তুমি
নায়েরও কান্ডার, নায়েরও কান্ডার!
সবারে আমি করলাম পার


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম