বাঙালীর প্রেম যেভাবে ধরা দিয়েছে বাংলা গানে তেমন আর কিছুতে নয়। বৃষ্টি পড়ুক আর না পড়ুক এই পোষ্টে কিশোর কুমার ও আশা ভোঁসলের কন্ঠে একটা ডুয়েট গানের লিরিক্স শেয়ার করছি যেটা সুর করেছেন শ্যামল মিত্র
📌 লেবেল - Saregama Bengali
Amar Swapna Tumi Ogo Song Lyrics 👇
আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী
আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি
আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে?
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে?
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখে বাতি
আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী
তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসেই নেমে
গ্রহণ যত করো আমায়, ততোই বাধো প্রেমে
তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসেই নেমে
গ্রহণ যত করো আমায়, ততোই বাধো প্রেমে
পাশেই আমার থাকো
জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ-সুখের প্রেমের মালা গাথি
আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি
🔊 আমার মতামত - আনন্দ আশ্রম একটি বৈচিত্রময় ছবি, ধনী গরীবে ও ধর্মের ধার্মিতা কথা বলে মানুষকে অস্বীকার করা, ছবিতে এটার ভারসম্য এনেছে, এক কথা চরিত্রের সাথে সব অভিনয় শিল্পী, যেন এক আন্দোলনের প্রতিচ্ছবি ❤️