Ami Tomar Kachhei Phire (আমি তোমার কাছেই ফিরে) Song Lyric

Tomar Kachhei Phire

শ্যামল মিত্রের বাবা রাশভারী ডাক্তার সাধন বাবুর বাসনা ছিলেন ছেলে তাঁর মতোই ডাক্তারিতে আসবে। কিন্তু দেখা গেল বাড়ীর মানুষজন চাচ্ছে এক আর বিধাতা চাচ্ছেন অন্য কিছু। শ্যামল মিত্রের বাবার একটাই কথা ডাক্তারের ছেলে ডাক্তার ই হবে কিন্তু ওদিকে শ্যামল মিত্রের আকাঙ্ক্ষা সে গায়ক হবে। এ যেন সিনেমার  কাহিনি।

১৯৬৩ সালে রিলিজ হওয়া উত্তম কুমারতনুজাকে নিয়ে প্রযোজিত দেয়া নেয়া সিনেমাটা সেই সময়ে বাঙালিদের জীবনে কি যে তোলপাড় ফেলেছিলো তা এখন বললে রুপ কথার মত শোনাবে অথচ এই সিনেমার গল্পটা কিন্তু শ্যামল মিত্রের জীবন বৃত্তান্তের আদলে গড়া এটা ক'জন বালক বা কিশোর অথবা যুবকরা ধারনা করতে পেরেছিলেন? 

শ্যামল মিত্রের রেকর্ড বাজারে বের হওয়া মানেই বাজার ধরে নিবে এটাই নিয়ম। শ্যামল মিত্র বলতে এক কথায় স্বপ্নের ব্যাপারি বোঝাতো... 

🎵 গান - আমি তোমার কাছেই ফিরে আসবো

🎧 Song Credits: 
🎬 অ্যালবাম - Baluchari
🎹 সুরকার রাজেন সরকার
🔊 শিল্পী শ্যামল মিত্র
📌 লেবেল -  Saregama Bengali

Ami Tomar Kachhei Phire Aasbo Song Lyrics 👇

আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালবাসবো
তুমি কি ডাকবে মোরে
চেনা সেই নামটি ধরে
আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালবাসবো
তুমি কি ডাকবে মোরে
চেনা সেই নামটি ধরে
আমি তোমার কাছেই ফিরে আসবো

জীবনের এই পথ আঁকা বাঁকা হয় হোক
হোক না যে বন্ধুর
ঠিকানা লিখে যায় ওই দুটি কালো চোখ
এই প্রিয় বন্ধু!
চেনা সেই নামটি ধরে, তুমি কি ডাকবে মোরে
আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালবাসবো
তুমি কি ডাকবে মোরে, চেনা সেই নামটি ধরে
আমি তোমার কাছেই ফিরে আসবো

তুমি দিলে সে কথা পাখি নিয়ে গায়
আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়
তুমি দিলে সে কথা পাখি নিয়ে গায়
আকাশের নীল স্বপ্নে আলো হয়ে যায়

পৃথিবীর যত সুখ যতকিছু ভালো থাক
সব নিয়ে চলে যায়। 
দুজনার দুটি মন চিরতরে একাকার এই শুধু বলে যায়
তুমি কি ডাকবে মোরে, চেনা সেই নামটি ধরে
আমি তোমার কাছেই ফিরে আসবো
তোমায় আবার ভালবাসবো



🔊 আমার মতামত - A legendary songster of modern Bangla Gaan. Matchless till date. He possesses most sweet a voice, unparallel. Thanks to the producers for rendering such sweet music ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম