Katha Kichhu Kichhu (কথা কিছু কিছু বুঝে নিতে হয়) Song Lyric

Katha Kichhu Kichhu Lyrics

আনন্দ আশ্রম সিনেমাতে গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা গান শ্যামল মিত্র ও আরতী মুখার্জীর কন্ঠে আজো স্মরণীয়। কিছু গান কখনো পুরানো হয় না আর তাই এমনি একটা গানের লিরিক্স এই পোষ্টে শেয়ার করবো যেটা আজীবন বেঁচে থাকবে শ্রোতাদের মাঝে

🎵 গান - কথা কিছু কিছু বুঝে নিতে হয়

🎧 Song Credits: 
🎬 অ্যালবাম - আনন্দ আশ্রম

Katha Kichhu Kichhu Bujhe Nite Hoy Song Lyric 👇

কথা কিছু কিছু বুঝে নিতে হয়, 
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
চোখের কথাই মনের কথা
চোখই মনেরই আয়না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, 
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না

মন আছে যার মনের কথা সেই শুধু নেয় বুঝে
মন তো সে তো মেনে ওগো অনেক ঝিনুক খুজে
বুঝলে ভালো না বুঝলেই, বাড়ে বুকের জ্বালা
কুঁড়ি থেকে হয় গো যে ফুল, ফুলের থেকেই মালা
সহজে ভালবাসা কেউ পায় না! 
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, 
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না

ফু'ল ছাড়া আর কেই বা বোঝে ভ্রমরেরি ভাষা 
মধু খেতেই ভ্রমরের যে ফুলের কাছে আসা
বোঝোনি কি এখন গো দিলাম এ মন কারে?
সাগর মাঝে এসে নদী ফিরতে কি আর পারে? 
মন ছাড়া মন কিছু চায় না
কথা কিছু কিছু বুঝে নিতে হয়, 
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না
চোখের কথাই মনের কথা
চোখই মনেরই আয়না

কথা কিছু কিছু বুঝে নিতে হয়, 
সে তো মুখে বলা যায় না
সে তো মুখে বলা যায় না



🔊 আমার মতামত - কিছু গান কখনো পুরানো হয় না! এতগুলো বছর পার করে এসেও এই গানটির মাধুর্য সেই একই রয়ে গেছে। এমন শ্রুতিমধুর গান আজীবন বেঁচে থাকবে ❤️ 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম