Asha Chilo Bhalobasha Chilo (আশা ছিলো ভালোবাসা ছিলো) Lyric

Asha Chilo Bhalobasha Chilo
প্রতিদিন পোষ্ট করবো এমন কিছু গানের লিরিক্স যা পুরনো ব্যাথার উপর, যন্ত্রনার উপর খানিকটা প্রলেপের মতোন বলা যেতে পারে। তবে সত্যি বলতে কি - এমন কোনো সত্য নেই যা প্রিয়জনকে হারানোর যন্ত্রনা সাড়িয়ে দিতে পারে। কোন সত্য, কোন আন্তরিকতা, কোন শক্তি, কোন দয়ার ক্ষমতাই নেই সেই যন্ত্রনা, সেই কষ্টের ব্যাথা সাড়িয়ে দেবার।   

যা আমরা করতে পারি তা হলো শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত সেই ব্যাথা সহ্য করা। যতদিন না সময়ের প্রলেপে সেটা খানিকটা কমে আসে আর তারপর? সে যন্ত্রনা আমাদের যা শেখায় সেটাকে মনে রেখে চলি। কিন্তু যা শিখলাম সেই শিক্ষ্যা কোন কাজেই লাগে না, যখন কোন পুর্বাভাস না দিয়েই আরেকটা নতুন যন্ত্রনা বুকের ভেতরে এসে আছড়ে পড়ে।  

🎵 গান - আশা ছিলো ভালোবাসা ছিলো

🎧 Song Credits: 
🎵 গান - Asha Chilo Bhalobasha Chilo
🎬 অ্যালবাম - আনন্দ আশ্রম (১৯৯৭)
🎹 সুরকার শ্যামল মিত্র 
🔊 শিল্পী কিশোর কুমার 
📌 লেবেল - Saregama Bengali

Asha Chilo Bhalobasha Chilo Song Lyric 👇

আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই (২)

এই সেই কৃষ্ণচূড়া, যার তলে দাঁড়িয়ে 
চোখে চোখ, হাতে হাত,
কথা যেত হারিয়ে (২)
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই,
আশা নেই, ভালোবাসা নেই।
আশা ছিলো, ভালোবাসা ছিলো
আজ আশা নেই, ভালোবাসা নেই।

আজ তুমি কতদূরে, মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো,
ব্যথা ভরা স্মরণে (২)
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই,
আজ আশা নেই, ভালোবাসা নেই।
আশা ছিল, ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।


আরো দেখুন -
🔊 আমার মতামত - হৃদয়বিদারক অসাধারণ গান। আনন্দ আশ্রম সিনেমায় এটা আমার প্রিয় গান‌। গান ভাল লাগে কিন্তু কষ্ট কেন ভুলা যায় না? কষ্ট গুলো কেমন জানি বুকের মাঝে সারাজীবন চাপা দিয়ে  থাকে। যাদের প্রিয়জন ছেড়ে চলে গেছে শুধু তাঁরাই জানে প্রিয়জন কাছে না থাকা কতটা বেদনাদায়ক। "তামু" তুমি আমার সাথে নেই, যেখানে থেকো ভালো থেকো ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম