Amar Mon Ekhane (আমার মন এখানে রাখাল রাজা) Song Lyrics

Amar Mon Ekhane

কলেজের প্রোগ্রাম চলছে যেখানে সারারাত অনুষ্ঠান হবে। কলকাতার দুই প্রখ্যাত শিল্পী গানে সেখানে অংশ নিবে। প্রথমে যার স্টেজে ওঠার কথা তাঁর নাম দ্বিজেন মুখোপাধ্যায়। ষ্টেজে ওঠার জন্যে যখন দ্বিজেন বাবুর ডাক পড়লো এবং দর্শকদের জানানো হলো পরবর্তী শিল্পীর নাম দ্বিজেন বাবু ভাবলেন একবার তাঁর বন্ধু সহযোগী শিল্পীকে একবার বলে যাওয়া দরকার যে, আমি ষ্টেজে উঠছি এরপরে কিন্তু তুমি! 

শিল্পীর কাছে গিয়ে দেখলেন তিনি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। তাড়াহুড়োতে ষ্টেজে চেপে গেলেন দ্বিজেন মুখোপাধ্যায়। গান চললো প্রায় ঘন্টা খানেক। গান শেষ করে যখন নেমে আসছেন দ্বিজেন মুখোপাধ্যায় তখন দেখেন যে তাঁর বন্ধু শিল্পী ঘুম থেকে উঠেছেন একটা ঢিলেঢালা পাঞ্জাবী পড়েছেন, চষত পায়জামা পড়েছেন, গা থেকে ভুড়ভুড় করে সেন্ট এর গন্ধ আসছে - চোখে মুখে তখনো ঘুমঘোর লেগে আছে

এই মাত্র ঘুম থেকে উঠে গলাটাকে রেডি না করে কিভাবে তিনি গান গাইবেন এরকম যখন দ্বিজেন বাবু ভাবছেন তখন সেই শিল্পী ষ্টেজে গিয়ে গান ধরলেন। প্রথম গান শেষ হতেই হাত তালির আওয়াজে দর্শক আসন যেন ফেটে পড়লো এরপরে পরের দেড়ঘন্টা সেই গায়কের গানে দর্শকেরা যেন বুঁদ হয়ে গেলেন এবং দ্বিজেন বাবু বললেন ওই দেড়ঘন্টার আগে আরেকজন যে শিল্পী এক ঘন্টা পারফর্ম করে গেছেন সেটা তখন মনেই হচ্ছিলো না দর্শকেরা এত শ্যামল মিত্রের নাম করছিলো

🎵 গান - আমার মন এখানে রাখাল রাজা

🎧 Song Credits: 
🎵 গান -  Amar Mon Ekhane Rakhal Raja
🎬 অ্যালবাম - খেয়া
🎹 সুরকার শ্যামল মিত্র
🔊 শিল্পী শ্যামল মিত্র

Amar Mon Ekhane Rakhal Raja Song Lyrics 👇

আমার মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে
তারই সুরে পূব আকাশে চন্দ্র সূর্য ওঠে
ওরে আমায় কে আর পায়
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে

ও ও হো... 
এখানে সবুজ ধানের মাঠ, চিরদিনের চেনা খেয়া ঘাট (২বার)
মৌমাছি আর পাখির সুরে ফুলগুলো সব ফোটে
ওরে আমায় কে আর পায়
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে

এখানে নেই তো গরল সরল মনে, সবাই সহজ ভাই
আনন্দের ছন্দে বাঁধা সারা জীবনটাই -
স্বপ্ন খুঁজে পাই
এখানে নেই তো গরল সরল মনে, সবাই সহজ ভাই
আনন্দের ছন্দে বাঁধা সারা জীবনটাই-
স্বপ্ন খুঁজে পাই
ও ও হো... 
এখানে নকল কিছুই নয়, হৃদয় দিয়ে হৃদয় পেতে হয় (২বার)
মিথ্যে-মেকি ফাঁকি হেথায় পায় না যে ঠাঁই মনে 
ওরে আমায় কে আর পায়
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে
তারই সুরে পূব আকাশে চন্দ্র-সূর্য ওঠে
ওরে আমায় কে আর পায়
এই মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে
মন এখানে রাখাল রাজা, বাঁশি বাজায় গোঠে। 


আরো দেখুন -

🔊 আমার মতামত - Listening to these songs again and again for a very long time since my childhood but never got bored. So melodious, so sweet. Every time each one appears to be fresh. Amazing! Profound appreciation and deep respect to Shaymol babu. ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম