Smriti Tumi Bedona (স্মৃতি তুমি বেদনা) Song Lyric

Smriti Tumi Bedona

শ্যামল মিত্র কলেজে পড়ার সময়ে একটি অনুষ্ঠানে সতিনাথ মুখোপাধ্যায় তাঁর গান শুনেন এবং তিনি ভীষণ ইম্প্রেজড হয়ে যান। সতিনাথ বাবু শ্যামল মিত্রকে বলেন - "এভাবে হবে না। যদি গান গাইতে হয় তাহলে গানটাকে সিরিয়াসলি নিতে হবে, শিখতে হবে নিয়মিত এবং নিয়মিত চর্চা করতে হবে আর এর জন্য নৈহাটিতে থাকলে চলবে না। কোলকাতায় গিয়ে কোন যোগ্য গুরুর কাছে শেখা শুরু করতে হবে" 

তাঁর কথা শুনে কোলকাতায় এলেন শ্যামল মিত্র এবং সুধীরলাল চক্রবর্তীর সাথে দেখা করে গান শেখা শুরু করলেন। পরবর্তীকালে রেডিও কিংবা অনুষ্ঠানে সুধীরলাল চক্রবর্তীর একটা অত্যন্ত জনপ্রিয় গান রেকর্ড ভার্সেন বেরোলো শ্যামল মিত্রের কন্ঠে। শোনা যায় শ্যামল মিত্র নাকি সুধীরলাল বাবুর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন সেই গানটি রেকর্ড হিসেবে বের করার জন্যে

যে গানটা শ্যামল মিত্র কে  শ্যামল মিত্র বানিয়েছিলো এবং তাঁকে নিয়ে গিয়েছিলো খ্যাতির শিখড়ে। গানটা নিশ্চয় আন্দাজ করতে পারছেন। নামটা ছিলো - স্মৃতি তুমি বেদনার যদিও গানটার ইতিহাস বেদনার নয় বরং শ্যামল মিত্রের মত শিল্পীকে তৈরি করার জন্যে এই গানটার স্মৃতি সব সময় ই সুখের!

🎵 গান - স্মৃতি তুমি বেদনা

 🎧 Song Credits: 
🎵 গান - বলতো আমি তোমার কে
🎬 অ্যালবাম - Chayanika
🎶 গীতিকার - পবিত্র মিত্র
🔊 শিল্পী শ্যামল মিত্র

Smriti Tumi Bedona Song Lyric 👇

স্মৃতি তুমি বেদনার
আজিও কাঁদিছে হারানো স্বপন হৃদয়ের বেদিকায়।
স্মৃতি তুমি বেদনার!

আমি সব সয়ে জেগে আছি শুধু 
নিশীথের নিরালায়...
ভুলিতে পারি না, ভুলিতে চাহি না, মনে হয় বারেবার
তাই স্মরণের দুয়ার প্রান্তে রেখে যাবো ব্যথাভার
স্মৃতি তুমি বেদনার

তুমি নাই বলে পাখি আর গাহেনা তো
চাঁদ ঐ ডুবে যায়
নিশীথে জাগিছে বিধূরও তন্দ্রা।
আঁধারের বুকে তাই আজ হৃদয়ের কামনা ক্লান্ত
ঝরে শুধু আঁখিধার।
স্মৃতি তুমি বেদনার... 


আরো দেখুন -

🔊 আমার মতামত - The song is a unique one of the rarest gems of songs sung from the inner core of the heart expressing profound regards to his master legendary figure Sudhir Lal Ji. This is an immortal song sung and could only be sung by Shyamal Mitra ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম