Sohag Chand Badani Dhani (সোহাগ চাঁদ বদনী ধ্বনি) Lyrics

Sohag Chand Badani Dhaniমার্কিন লোকসংস্কৃতি বিশারদ Bruno Nettl বলেছিলেন "Folk music occupies a kind of middle ground between the primitive and the cultivated" অর্থাৎ লোকসংগীত আদিম ও কৃষ্টির মধ্যবর্তী এক ধরনের মাঝামাঝি জায়গা দখল করে আছে। এই মধ্যবর্তী অবস্থান টুকুই শ্রোতার সাথে লোক-সংগীতের দূরত্ব ঘুচিয়েছে।

লোক গীতিকার'রা স্বভাব কবি। কত গান হয়তো সেই অর্থে কোন গীতিকারের কলম থেকে উৎসারিত হয়নি। দাঁড় বাইতে বাইতে বিষণ্ণ ক্লান্ত মাঝি নিজের খেয়ালে গেয়ে উঠেছেন পড়ন্ত বেলায় আবার সারাদিনের ক্লান্তিকর শ্রমের লাঘব ঘটাতে সেই মাঝি-মাল্লারাই সমবেত কন্ঠে চিত্ব-বিনোদনের জন্য গেয়ে উঠেছেন গান।

দু'ধরনের গানের ভাষা, মেজাজ, সূর, কন্ঠের ব্যাবহার সবটাই আলাদা। লোকজ-জীবন এবং সংস্কৃতির যেন প্রবহমানতা লোকগান মিশে গেছে সেই স্রোতের সঙ্গে। মিশে গেছি আমরাও, সুরের টানে, শিকড়ের হাতছানিতে... 

সোহাগ চাঁদ বদনী ধ্বনি (Sohag Chand Badani Dhani)

🎧 Song Credits:
অ্যালবাম - Kichhu Katha (Bengali Folk Songs Nirmalendu) 
গীতিকার - ট্রাডিশনাল
সুরকার - ট্রাডিশনাল

Sohag Chand Badani Dhani Song Lyrics 👇

সোহাগ চাঁদ বদনী ধ্বনি, নাচো তো দেখি

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি
বালা নাচো তো দেখি (৩ বার)  
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি

নাচেন ভালো সুন্দরী আর বাঁধেন ভালো চুল (২ বার)  
হেলিয়া দুলিয়া পরে, নাগ কেশরের ফুল
বালা হেলিয়া দুলিয়া পরে, নাগ কেশরের ফুল
বালা নাগ কেশরের ফুল
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি

রুনু ঝুনু নূপুর বাজে, ঠুমুক ঠুমুক তালে
রুনু ঝুনু নূপুর বাজে
নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের ও  রঙ লাগে গালে
গো শরমের রঙ লাগে গালে
যেমনি নাচে নাগর কানাই, তেমনি নাচে রাই
নাচিয়া ভুলাও তো দেখি নাগরও কানাই 
একবার, নাচিয়া ভুলাও তো দেখি নাগর ও কানাই
রাই নাগর ও কানাই

সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি 
বালা নাচো তো দেখি (৩ বার) 
সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি (৩ বার)  

Sohag Chand Badani Dhani Lyrics 👇

Sohag Chand Badani Dhani, Nacho To Dekhi

Sohag Chand Badani Dhani, Nacho To Dekhi
Bala Nacho To Dekhi (x2)
Sohag Chand Badani Dhani, Nacho To Dekhi

Nachen Valo Sundori Aar Badhen Valo Chul (x2)
Heliya Duliya Pore, Nag Keshorer Phul
Bala, Heliya Duliya Pore, Nag Keshorer Phul
Bala Nag Keshorer Phul
Sohag Chand Badani Dhani, Nacho To Dekhi

Runu Jhunu Nupur Baje, Thumuk Thumuk Tale
Runu Jhunu Nupur Baje
Noyone Noyon Meliya Gelo, Shoromero Rong Lage Gale
Go, Shoromero Rong Lage Gale
Jemni Nache Nagor Kanai, Temni Nache Rai
Nachiya Vulao To Dekhi, Nagoro Kanai
Ekbar, Nachiya Vulao To Dekhi, Nagoro Kanai
Rai Nagoro Kanai

Sohag Chand Badani Dhani, Nacho To Dekhi
Bala Nacho To Dekhi (x2)
Bala Nacho To Dekhi, Bala Nacho To Dekhi (x3) 

🔊 আমার মতামত - লোকসঙ্গীত শুনলে মনের কষ্টের উপশম হয় আমার, অসাধারণ সব গানের ভাণ্ডার আছে যা শুনলে অবাক হতে হয়। মনের সঙ্গীত মনের আনন্দে মিলে মিশে একাকার হয়ে গেছে। পুরনো গান মানে পুরনো সৃতি। অনেকদিন পর এই গানটা শুনলাম ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম