Shal Boner Talete (শাল বনের তলেতে) Lyrics

Shal Boner Talete

প্রেমের বসন্ত চলে যাবার পর বঙ্গ জীবনে হানা দেয় গরম। প্রখরও দরুন দগ্ধ দিনে বাঙ্গালীর নাভিশ্বাস ওঠে। প্রথমেই গুটি গুটি পায়ে আসে বৈশাখ। কাঠফাটা রোদে যখন দিন রাতের তাপ সমান সমান তখনি হঠাৎ আসে কাল বৈশাখী। ধপ করে নেমে যায় গরম। এই খর-ক্ষিপ্র বৈশাখে বাঙ্গালীর কাছে আসেন রবীন্দ্রনাথ ঠাকুর! 

এরপরেই পিছু পিছু আসে জ্যৈষ্ঠ। তখন জীবন আরো অসহ্য আর এই সময়ে সুরের নদীতে যিনি আমাদের শীতল স্নান করান তিনি কাজী নজরুল ইসলাম। ভাগ্যিস বাঙ্গালীর জীবনে রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ছিলেন। নয়তো এ বাংলার যে কি হত কে কাজে!  

এই পোষ্টে আমি শেয়ার করবো এমন একটি গান যেটি  কাজী নজরুল ইসলাম লিখেছিলেন প্রচিলত লোকগানের অনুপ্রেরণায়। 

শাল বনের তলেতে (Shal Boner Talete)

🎧 Song Credits:
অ্যালবাম - Rupantari-songs Of Kazi Nazrul Islam
সুরকার - Traditional
শিল্পী - গৌতম দে
  

Shal Boner Talete Song Lyrics 👇

শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)
[[শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)]]

ও'রসিয়া লেজে আয় বাদনা বর'বের দিনে 
[[ও'রসিয়া লেজে আয় বাদনা বর'বের দিনে 
এই দিনে আমরা সবাই রাজা (x2)
শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)]]

কংসাবতী নদীর পাড়ে আমরা সবাই যাবো,
শাল পিয়ালের তলে সবাই মেঘ যে চুমরা গাবো (x2)
[[অনেক ভারি মজা গো (x2)
এই দিনে আমরা সবাই রাজা (x2)
শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)]]

খোপায় দিবো মহুয়া ফুল আর লাল পলাশ ফুলগো লাল পলাশ ফুল
খোপায় দিবো মহুয়া ফুল আর লাল পলাশ ফুলগো লাল পলাশ ফুল 
[[ও সুন্দরি লেজে আয়, শাল তলে বেলা যায় (x2))
লালুক দিবো ফুলের মালা গাজা (x2)
শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)
শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)]]

ও'রসিয়া লেজে আয় বাদনা বর'বের দিনে 
[[ও'রসিয়া লেজে আয় বাদনা বর'বের দিনে 
এ দিনে আমরা সবাই রাজা (x2)
শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)
শাল বনের তলেতে, মহুয়া বনের তলেতে 
গামছা মাদল বাজারে বাজা (x2)]]
 
🔊 আমার মতামত - নজরুল হচ্ছেন, এমন একজন কবি, এমন একজন গীতিকার, এমন একজন সুরকার আর সর্বোপরী এমন একজন মানুষ যার বিকল্প না কোনোদিন ছিল আর না কোনোদিন হবে। সমন্বিত ধারার গান ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম