Aponare Apni Chinine Ne (আপনারে আপনি চিনিনে) Lyrics

Aponare Apni Chinine Ne

শোনা যায়, লালন তার মৃত্যুর আগের রাত্রে প্রায় সমস্থ সময় গান বাজনা করে ভোরে শিষ্যদের বলেন - আমি চলিলাম। এর কিছুক্ষন পরেই শ্বাসরোধ হয় তার। মৃত্যুর পর কোনো সম্প্রদায়ের মতানুসারে তার অন্তিম কাজ সম্পন্ন হোক এ ইচ্ছে বা উপদেশ তার ছিলো না

সাঁই এর বলা ছিলো তার ইন্তেকাল হলে হিন্দু মতে দাহ হবে না কিংবা ইসলামি মতে জানাজার নামাজ পড়ে কবর জিয়ারত হবে না। যাকে মুসলমানেরা ভাবতো হিন্দু আর হিন্দুরা ভাবতো বৈষ্ণব। বৈষ্ণবেরা ভাবতো ব্রাহ্মণ, ব্রাহ্মণরা গুরুবাদের কথা শুনে বুঝতো ইনি ব্রাহ্মণ নন। সেই লালন কে তার সাগরেদরা কুষ্টিয়ার মাটিতে শুইয়ে দিলেন। আজও সেখানেই চলে সাধন-ভোজন। সেখানেই ঘীরে রয়েছেন তার ভক্তরা তাকে। ভক্তের দ্বারে বাঁধা আছেন সাঁই, হিন্দু কি যবন বলে জাতের বিচার নাই... 

🎧 Song Credits:
অ্যালবাম - Chayanika Folk Volume 3
গীতিকার - লালন ফকির
সুরকার - দীনেন্দ্র চৌধুরী
শিল্পী - আরতি মুখার্জী 
  

Aponare Apni Chinine Ne Song Lyrics 👇

আপনারে আপনি চিনিনে (x2)
দিনও দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে
আপনারে আপনি চিনিনে

আপনারে চিনতাম যদি, হাতে মিলতো অটল চরণ নিধি (x2)
মানুষের করণ হতো সিদ্ধি
শুনি আগম পুরাণে
আপনারে আপনি চিনিনে।

কর্তারূপের নাই অন্বেষণ, আত্মার কি হয় নিরূপণ (x2)
আপ্ততত্ত্বে পায় সাধ্য ধন
সহজ ও সাধক জনে।
আপনারে আপনি চিনিনে।

দিব্যজ্ঞানী যেজন হলো, নিজতত্ত্বে নিরঞ্জন পেলো (x2)
দরবেশ সিরাজ সাঁই কয় লালন রইলো
সিরাজ সাঁই কয় লালন রইলো
জন্ম অন্ধ মন গুনে।
আপনারে আপনি চিনিনে।
দিন দোনের পর যার নাম অধর
তারে চিনবো কেমনে।
আপনারে আপনি চিনিনে (x2)
 
🔊 আমার মতামত - মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। মানুষ বহু চেষ্টায় মানুষ হতে পারে। অসাধারণ সুন্দর গান লালন সাঁইজির গান। একটা অখন্ড মানবসত্তার গান। মানব দেহের সঙ্গে মানব আত্মার বাঁধ বাধে বাউল গান। সমন্বিত ধারার গান ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম