বাংলার লোক সংস্কৃতির সংগে কাজী নজরুলের সম্পর্ক ছিলো ছোট থেকেই। গ্রামে জন্মেছেন, গ্রামীন পরিবেশে বড়ও হয়েছেন। মক্তবে পড়িয়েছেন, মাজারে খাদেমগীরি করেছেন আবার কীর্তন যাত্রার আসরে দিনের পর দিন সময় কাটিয়েছেন।
এতে যেটা হয়েছে, ছোট বেলা থেকেই কাজী নজরুল ইসলামের মন লোক সংস্কৃতিতেই লালিত হয়েছিলো। ১২/১৩ বছর বয়সে লেটো গানের দলের সাথে যুক্ত হয়েছেন। বিভিন্ন গ্রাম ঘুরেছেন দলের সাথে, দলের জন্য গান লিখেছেন, সুর করেছেন এমন গেয়েওছেন।
ছোট থেকেই কবির মধ্যে মুহুর্তের মধ্যেই লিখে ফেলার একটা চমৎকার গুন ছিলো। এ জন্যে লোক জীবনের যে কোন ছবিকেই তিনি গানে কিংবা কবিতায় রুপ দিতে পারতেন।
কবি কাজী নজরুলের খুব প্রিয় ছিলো ঝুমুর গান। আর আমি এই পোষ্টে একটা ঝুমুর গানের লিরিক শেয়ার করবো।
বাগমুণ্ডির পাহাড়ে (Baghmundir Pahare)
🎧 Song Credits:
গীতিকার - Traditional
সুরকার - Traditional
শিল্পী - Traditional
Baghmundir Pahare Song Lyrics 👇
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে।
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল (x2)
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে।
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল (x2)
ধিতাং ধিতাং বলে রে বাজা মাদল রে, বাজা মাদল (x2)
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে।
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল
শাল বনের ধারে, তিতাস নদীর পাড়ে (x2)
ছুটবো মোরা, নাচবো মোরা - কোমর ধরে ধরে (x2)
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল (x2)
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে।
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল
ধিতাং ধিতাং বলে রে বাজা মাদল রে, বাজা মাদল (x2)
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে।
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল (x2)
বাগমুণ্ডির পাহাড়ে, মহুয়া বন বাহারে।
ও'রসিয়া তুই বাজা মাদল রে, বাজা মাদল (x4)
🔊 আমার মতামত - বাঘমুন্ডির পাহাড়ের সঙ্গে মহুয়া বনের সম্পর্ক নিবিড়। তবে এখানে তিতাস নদীর দূরত্ব হাজার কিলোমিটার। বাঘমুণ্ডি অঞ্চলের সাধারণ মানুষ হয়তো তিতাস নদীর নামই জানে না। তাই এ অঞ্চলের লোকগানে তিতাস নদীর উল্লেখ কী করে এলো? প্রশ্ন কিন্তু থেকে যায়। তবে এই গানটি শুনতে অসাধারণ লাগবে যেকারো ❤️
Tags
বাংলা লোকগীতি