Sagar Kuler Naiya (সাগর কুলের নাইয়া) Lyrics

Sagar Kuler Naiya Reলোক গানের সূত্র ধরে উঠে আসবেই মাঝি-মাল্লাদের কথা। আসলে, বাংলাদেশ তো নদীমাতৃক দেশ কাজেই এই নদীকে ঘীরে সভ্যতা, সংস্কৃতি, লোকাচার সবই বেড়ে উঠেছে। বাংলা লোকসঙ্গীতের আলোচনায় উঠে আসে জারি, সারি, ভাওইয়া, ভাটিয়ালি গান। নদী, নৌকা, মাঝিমাল্লার কথা ঝড়িয়ে রয়েছে যে ধরনের লোকগানে তা হলো ভাটিয়ালি আর সারি গান

সারি গান নৌকার মাঝিদের "শ্রম সংগীত" কেননা কোন একটা পোষ্টে লিখেছিলাম - "ক্লান্তিকর শ্রমের লাঘব ঘটাতে চিত্ত্ব-বিনোদন"। সেই গান হলো সারি গান। দাঁড় টানার সাথে সাথে সমবেত কন্ঠে গাওয়া হয় সারিগান অপরদিকে ভাটিয়ালি নৌকার মাঝির শ্রমহীন অবসর কালের সঙ্গী।

নদীর মন্থর স্রোতের টানে, নৌকা ভাসিয়ে দিয়ে মাঝি একক কন্ঠে গায় ভাটিয়ালি গান। ছই এর উপর বসে কেবল নৌকার হাল আলতো ভাবে ধরে থাকা ছাড়া মাঝির আর অন্য কোন কাজ থাকে না। তাই সারি গানে ল এর যে দ্রুততা ততটাই বিলম্বিত ভাটিয়ালিতে। গঙ্গা, যমুনা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা, গড়াইয়ে নৌকা ভাসিয়ে অনন্ত নীল আকাশের নিচে ছোট তরীটি নিয়ে বাংলাদেশের মাঝির মনে নানান দার্শনীক ভাবের উদয় হয় যার ছাপ রয়ে যায় ভাটিয়ালির সুরে, কথায়, ছন্দে

🎧 Song Credits:
অ্যালবাম - All Time Greats Nirmalendu Chowdhury
গীতিকার - ট্রাডিশনাল
সুরকার -  ট্রাডিশনাল

Sagar Kuler Naiya Song Lyrics 👇

সাগর কুলের নাইয়া রে।
অপর বেলায়, তুমি কোথায় যাও বাইয়া রে
অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে।

ও মাঝি রে
তারে তখন ভাষাও মাঝি রে,
মাঝি আমায় যাও কান্দাইয়া রে।
আমি আশায় আশায় বসে রইলাম মাঝি,
তোমার আর দেখা নাই নাই রে।
অপর বেলায়, তুমি কোথায় যাও বাইয়া রে।

ডেকে ডেকে বলছো মাঝি আমার নাইয়া,
আমায় দেখে বলছো মাঝি তোমার নাইয়ে
আর জায়গা নাই নাই রে।

ও মাঝি রে
কত বছর গেলো মাঝি রে,
মাঝি কার ভাটায় বসিয়া রে
ওরে পারে তরী কূল না পাইলো মাঝি 
দিন তো গেলো বহিয়া রে।
অপর বেলায় তুমি কোথায় যাও বাইয়া রে।
ও মাঝি রে ...

🔊 আমার মতামত - আমি আসলে জানতাম না এত সুন্দর একটা গায়ক ছিল আমাদের। এই অসাধারণ লোক-গান টি বাংলাদেশের সীমানা পেরিয়ে পশ্চিমবঙ্গেও জনপ্রিয় হয়েছিল। যদিও পূর্ব বাংলায় অনেকেই গানটি গেয়েছেন, তাদের মধ্যে নীনা হামিদ এবং বাংলাদেশের রুনা লায়লা উল্লেখযোগ্য।

দুঃখ হলো এরম দিক পালেরা ঠিকঠাক বর্তমানের টেকনোলোজি পেলেন না। এরকম গায়ে কাঁটা দেওয়া কম্পোজিশনের ১০ ভাগ যদি আজ কেউ করতে পারতো এতোটা হয়তো আফসোস থাকতো না 😢

তবে এই গান আমি প্রথম শুনি নীনা হামিদের কণ্ঠে রূপবান (১৯৬৫) সিনেমাতে। নীনা হামিদ ও দারুণ গেয়েছিলেন। লোকগানের এই দিকপাল শিল্পীর অবদান বাঙালি শ্রোতারা চিরকাল তাঁদের অন্তরে সযত্নে লালন করবেন। আমার সাঁজেশন হলো- মন উদাস থাকলে এই গানটা শুনবেন, হৃদয় ছুঁয়ে যাবে। অলৌকিক গলা, অসাধারণ গায়কী, এককথায় অপূর্ব ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম