Ke Jash Re (কে যাস রে ভাঁটি গাঙ বাইয়া) Lyrics

Ke Jash Re Bhati Gang Baiyaর আগের পোষ্টে কথা হচ্ছিলো ভাটিয়ালি গান নিয়ে। ভাঁটি অঞ্চলের সঙ্গীত বলে এর নাম ভাঁটিয়ালি। ভাঁটি অঞ্চল অর্থাৎ বাংলাদেশের নিম্নভূমি সহজ ভাবে বললে সে সমস্থ অঞ্চল বর্ষায় ডুবে যায় শুধু গ্রাম গুলো জেগে থাকে, নৌকা ছাড়া চলাচল করা যায় না। 

আচ্ছা, একবার চিন্তা করুণ তো ঠিক সেরকম একটা গ্রামের এক বউ যার বহুদিন বাপের বাড়ী যাওয়া হয়না। দেখতে ইচ্ছে করে আত্নীয় পরিজনের মুখ বিশেষ করে দেখতে ইচ্ছে করে তা ভাইকে। প্রাণ কাঁদে তার, বছর ঘুরে যায় তার ভাইয়ের দেখা পায়না। সে মাঝির মারফত খবর পাঠাতে চায় - তার ভাই যেন তাকে দেখতে আসে যদি তার ভাই না আসতে পারে তাহলে তাকে যেন বলে স্বপ্নে ও হলে যেন আসে।

এই কথা, এই ভাবনা, অনুভব যখন কোলকাতায় বড় হওয়া স্বামী শচীন দেব বর্মনের সঙ্গে বাকি জীবনটা আরোপ সাগরের পাড়ে কাটিয়ে দেওয়া মীরা দেব বর্মণ এর কলমে উঠে আসে এবং সুরে জেগে ওঠে তখন সেই গ্রামের মেয়ের ব্যাথার সঙ্গে কি ভারত শ্রেষ্ঠ সংগীতকার  শচীন দেব বর্মনের  ঘরনের বেদনাও মিলেমিশে একাকার হয়ে যায়? 

আমি জানতে পারিনা, আমি আসলে জানিনা। সূর তো অনুভবের সবটা কি বলা যায়? নাকি বোঝা যায়? শচীন দেব বর্মন কতটা আদরের সঙ্গে আবেক পূর্ণ কন্ঠের ডাকের সোনাবীজ ঢেলে দিয়েছেন এই গানে তা সত্যিই খুব আবেগপূর্ণ

🎧 Song Credits:
অ্যালবাম - The Incomparable Sachin Dev Burman
গীতিকার - মীরা দেববর্মণ 

Ke Jash Re Bhati Gang Baiya Song Lyrics 👇

কে যাস রে, ভাটি গাঙ বাইয়া
আমার ভাই ধনরে কইয়ো নাইওর নিত বইলা
তোরা কে যাস
কে যাস রে, ভাটি গাঙ বাইয়া 
আমার ভাই ধনরে কইয়ো নাইওর নিত বইলা
তোরা কে যাস, কে যাস

বছর খানি ঘুইরা গেলো, গেলরে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
কইল'জা আমার পুইরা গেল, গেলরে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
ছিলাম রে কতই আশা লইয়া
ভাই না আইলো, গেলো গেলো
রথের মেলা চইলা তোরা
কে যাস, কে যাস

প্রাণ কান্দে, কাঁদে
প্রাণ কান্দে কান্দে প্রাণ
কান্দে রে প্রাণ কান্দে
নয়ন ঝরে ঝরে নয়ণ, ঝরে রে
নয়ন ঝরে
পোড়া মনরে বুঝাইলে বুঝে না
কান্দে কান্দে প্রাণ, কান্দে
সুজন মাঝি রে, ভাই রে কয়ইও গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা
তোরা কে যাস, কে যাস

শিন্দুরিয়া মেঘ উইড়া, আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
ভাটির চরে নৌকা ফিরা, আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
নির্দয় বিধি রে, তুমি সদয় হইয়া
ভাইরে আইয়নো নইলে আমার
পরান যাবে গইলা
তোরা কে যাস, কে যাস
কে যাস রে, ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো নাইওর নিত বইলা
কে যাস, কে যাস

🔊 আমার মতামত -  কি অদ্ভুত! এই গানটা শুনলে কেন জানি চোখে জল চলে আসে আমার। কিভাবে একজন মানুষের মনকে একটা গান দিয়ে ছুঁয়ে দিতে পারে সেটা এই গান না শুনলে আমি হয়তো বুঝতাম না। গান টা শুধু অসাধারন নয়, হৃদয় নিংড়ানো এক ভালবাসার বহিঃ প্রকাশ। 

ভাই যার প্রাণ, সেই শুধু জানে দেখা না হলে কেমন লাগে। শুনতে গিয়ে সত্যিই কেঁদে ফেললাম। স্বয়ং গায়কই যেখানে কেঁদে ফেলেন, সেখানে শ্রোতা হিসেবে কীভাবে না কেঁদে থাকতে পারি? শচীন দেব বর্মন কতটা আদরের সঙ্গে আবেক পূর্ণ কন্ঠের ডাকের সোনাবীজ ঢেলে দিয়েছেন এই গানে তা সত্যিই খুব আবেগপূর্ণ ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম