বিখ্যাত বাঙ্গালি সাহিত্যিক, লোকসঙ্গীত, লোকসাহিত্য সংগ্রাহক ও লোকসাহিত্য বিশারদ, গবেষক মুহম্মদ মনসুর উদ্দিনের লেখা হারামণি গ্রন্থের প্রথম খন্ডের ভুমিকা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাতে তিনি এক যায়গায় লিখেছেন এই ভারতের একজাতীয়তা রেখেছে শুধু ফকিরেরাই।
এই একজাতীয়তা বোধ আজকের হিন্দুত্ববাদ নয়। বিশ্বজুড়ে মৌলবাদের যে হুংকার তার উল্টো দিকে যেন এক নিঃশব্দ বিপ্লব লালন চর্চা। সুধীর চক্রবর্তী লিখছেন, লালনের সাধনা ছিলো মুক্ত মানবতা বোধের বিকাশ, কুসংস্কার মুক্তি এবং জাতি ভেদের উর্ধে ওঠা। হিন্দু বা মুসলমান কোন পরিচয়েরই আসলে লালনের দরকার ছিলো না।
শিষ্যদের মানা করে গিয়েছিলেন - তাকে নিয়ে তথ্য প্রচারের মত্ত্বতায় যেতে। নিজের জাতি বা বংশ পরিচয় সম্পর্কে ছিলেন উদাসীন। লালন নামটাও বেশ রহস্যময়। তার আগে এই নামটি কিন্তু হিন্দু বা মুসলিমদের মধ্যে পাওয়া যায়নি। একজন মনে করেছেন - He adopted the name LALON a curious choice. It could be a name belong any community. অর্থাৎ তিনি কখনো চাননি, দেশ, কোল, সমাজ; কোন পরিচয়ে তাকে বেধে রাখুক।
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে (Guru Dohai Tomar)
🎧 Song Credits:
অ্যালবাম - Popular Folk Songs
গানের লিরিক্স | Song Lyrics 👇
গুরু দোহাই তোমার মনকে আমার লও গো সুপথে (x2)
তোমার দয়া, গুরু তোমার দয়া বিনে গুরু
সাধন করবো কি মতে
দয়াল সাধন করবো কি মতে
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
তুমি যারে, হও গো সদয়
গুরু, সে তোমারে সাধনে পায়
বিবাদীতার স্ববশে রয়
বিবাদীতার স্ববশে রয় গুরু তোমার কৃপাতে
ও গুরু তোমার কৃপাতে
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
যন্ত্রেতে যন্ত্রী যেমন
গুরুযেমন বাজায় বাজে তেমন
তেমনি যন্ত্র আমার এ মন
তেমনি যন্ত্র আমার এ মন
গুরু, বোল তোমার হাতে
ও গুরু বোল তোমার হাতে
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে
জগাই মাধাই দস্যু ছিল, গুরু তাদের তোমার কৃপা হল (x2)
অধীন লালন দোহাই দিল
গুরু অধীন লালন দোহাই দিল, সেই আশাতে
ও গুরু সেই আশাতে...
গুরু দোহাই তোমার, মনকে আমার লও গো সুপথে (x3)
🔊 আমার মতামত - অসাধারণ গান,
লালন সাঁইজির গান। একটা অখন্ড মানবসত্তার গান। মানব দেহের সঙ্গে মানব আত্মার বাঁধ বাধে বাউল গান। না হলে কত জন্ম এই
"দেহ আর আত্মা" পরস্পর থেকে পৃথক থেকেই কাটিয়ে দেয় ❤️