Jiban Khatar Prati Patay (জীবন খাতার প্রতি পাতায়) Song Lyric

Jiban Khatar Prati Patay

আমাদের জীবন খাতায় আমরা অনেক হিসেব রাখি অনেক প্লান করি কিন্তু মাঝে মাঝে চেনা হিসেব মেলে না। নিয়তি হয়তো কখনো কখনো মিলিয়ে দেয় আবার নিয়তি কখনো কখনো দুই প্রাণ-প্রিয় বন্ধুকেও আলাদা করে দেয়

🎵 গান - জীবন খাতার প্রতি পাতায়

🎧 Song Credits: 
🎵 গান - Jiban Khatar Prati Patay
🎬 অ্যালবাম - দেয়া নেয়া
🎹 সুরকার শ্যামল মিত্র
🔊 শিল্পী শ্যামল মিত্র
📌 লেবেল - Angel Bengali Songs

Jiban Khatar Prati Patay Song Lyrics 👇

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যত দেয়া-নেয়া
পূর্ণ হবে না
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না... 

কণ্ঠ ভরা এ গান শুনে
ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখে এত করেও
চেনোনি তো কভু তারে
অবহেলা সয়েও তবু
আমায় তুমি নাও গো ডেকে
সে তো কবে না
জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না

যে আঁখি হয় না খুশি
আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে
মোমের বাতি জ্বেলে রেখে
জানি আমি আমারে নয়
এ গান আমার ভালোবাসো
নিজের ভুলে পথের ধুলায়
পরশ মাণিক ফেলে আসো
তোমার প্রাণের ঐ ঠিকানায়
দেখেও আমায় তবু কি গো
ডেকে লবে না

জীবন খাতার প্রতি পাতায়
যতই লেখো হিসাব-নিকাশ
কিছুই রবে না
লুকোচুরির এই যে খেলায়
প্রাণের যত দেয়া-নেয়া
পূর্ণ হবে না


আরো দেখুন -

🔊 আমার মতামত - গৌরিপ্রসন্ন মজুমদারের অসাধারণ কথা এই গানটিকে কালজয়ী করে তুলেছে। উত্তম কুমার এবং শ্যামল মিত্রের সঙ্গে তার অবদানও ধন্যবাদার্হ। এ গানের অন্তর্নিহিত মানে সম্পূর্ণ অন্য। পুরানো দিনের গানগুলির লেখকদের একটা আলাদা কদর দেওয়া উচিত। একটি মাত্র নক্ষত্র এসেছিল ভারতীয় সিনেমায় বিশেষ করে বাংলা সিনেমায়, তিনি হলেন উত্তম কুমার

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম