ভারত তখন অশান্ত। রক্তের স্রোতে গঙ্গা, যমুনা, বুড়িবালাম নদী লালে লাল। বিপ্লবীদের উপর এলো-পাতারি ছুটে আসছে সাদা চামড়ার বুলেট। এরকম ভয়াবহ প্রাতিষ্ঠানিক আক্রমণের মুখোমুখি দাড়াতে পা কাপে অনেকের বিশেষ করে যারা শিল্পী
মনে করা হয়, কোমল অনুভূতির মানুষ হলে- শিল্পীদের মনও বড় কোমল। তাঁরা রক্তক্ষয়, যুদ্ধ, প্রতীবাদ, প্রতিরোধে পিছিয়ে থাকেন। হ্যা, সেরকম ও যে হয় না সেরকম নয় তবে যেসব শিল্পীরা অস্তিত্ব সংকটে ভোগেন, যাদের সামাজিক দায়ের চেয়েও বড় বলে মনে হয় নিজের কলমের টেকে থাকবার স্বার্থপরতার; তারা শাসক দলের ধুয়ো ধরেন বটে।
এবং কাজী নজরুলের মত সৈনিক কবি গান বাঁধেন, কবিতা লিখেন, যাবতীয় ভয়ভীতি তুরি মেরে উড়িয়ে দিয়ে সরকার বিরোধী প্রতীবাদের সামিল হয়ে যান তাঁর সৃষ্টির মাধ্যমে। এই পোষ্টে শেয়ার করবো সেই রকম একটা দেশপ্রেমিক গানের লিরিক্স যেটা লিখেছেন এবং সুর করেছেন কবি কাজী নজরুল ইসলাম
🎵 গানের নাম - মোরা ঝঞ্ঝার মত উদ্দাম
🎧 Song Credits:
🎵 গান - Mora Jhonjhar Moto Uddam
🎬 অ্যালবাম - Bidrohi Kabir Deshatobodhok Gaan
Amar Jabar Samay Holo Song Lyrics 👇
মোরা ঝঞ্ঝার মত উদ্দাম,
মোরা ঝর্ণার মত চঞ্চল।
মোরা বিধাতার মত নির্ভয়,
মোরা প্রকৃতির মত সচ্ছল।।
আকাশের মত বাঁধাহীন,
মোরা মরু সঞ্চার বেদুঈন,
বন্ধনহীন জন্ম–স্বাধীন,
চিত্ত মুক্ত শতদল।
মোরা সিন্ধু–জোয়ার কল–কল
মোরা পাগলা–ঝোরার ঝরা জল
কল–কল–কল্ ছল–ছল–ছল্
কল–কল–কল্ ছল–ছল–ছল্
মোরা দিল–খোলা খোলা প্রান্তর,
মোরা শক্তি অটল মহীধর
হাসি গান সম উচ্ছল
মোরা বৃষ্টির জল বনফল খাই,
শয্যা শ্যামল বন–তল
🔊 আমার মতামত - নজরুল সবসময়ই উদ্দাম উচ্ছল। এই গানে তা প্রকাশিত। এই রকম গান ও কবিতাগুলো না থাকলে, স্বাধীনতা নামক শব্দটি পেতে বাঙ্গালী জাতির আর ও অনেক বেগ পেতে হত। যে কোন ধরনের পরাধীনতা থেকে মুক্তির লক্ষে এই গান পৃথীবিতে একটাই। এই গানটার শক্তি সূর্যের মত ❤️