Kotota Bochor Ei Shukh (কতোটা বছর এই সুখ রবে) Song Lyric

সমাজের বিভিন্ন চরিত্রের মানুষ গুলো তাদের ভালোবাসা ও চাওয়া-পাওয়ার আকুতি গুলোকে বাস্তব সম্মত করতে কিভাবে মরিয়া হয়ে ওঠে এবং কেমন করে একজন আরেক জনকে ভালোবেসে নিজের মনের মনি কোঠায় ঘর বাঁধে তার ঝকঝকে চিত্রায়ন ফুটে উঠেছে হৃদয়ের কথা সিনেমাতে। এই পোষ্টে এই সিনেমার একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কতোটা বছর এই সুখ রবে

🎵 গানের নাম - কতোটা বছর এই সুখ রবে

🎧 Song Credits: 
🎵 গান Kotota Bochor Ei Shukh 
🎬 অ্যালবাম - হৃদয়ের কথা

Kotota Bochor Ei Shukh Robe Song Lyrics 👇

[কতটা বছর এই সুখ রবে গো
জীবনের প্রান্তে হারালে অজান্তে
স্মৃতিরাই সাথী হবে গো ও...] - ২ বার 
কতটা বছর এই সুখ রবে গো... 

এই বুকের-ই ভিতরে এক ছোট্ট যে ঘর
সে ঘর সাজিয়ে আমি গড়েছি বাসর
এই জীবন'টা যেন এক শিশিরেরও বিন্দু 
ভালোবাসা সীমাহীন এক মহা সিন্ধু
তার-ই অতলে ডুব দিয়ে দু'জনে
বেঁচে রবো অনুভবে গো ও...
কতটা বছর এই সুখ রবে গো... 

এই চোখের জোনাকি দেখো, জ্বলে টিপ টিপ
তোমার প্রেমের যেন জ্বেলেছে প্রদীপ
এই রাত টাকে করে দাও চিরতরে বন্দি
মনে মনে হয়ে গেছে আমরন সন্ধি
এমন অমর সুখ জানি না ভালোবেসে
পেয়েছে কে বলো কবে গো ও...
[কতটা বছর এই সুখ রবে গো
জীবনের প্রান্তে হারালে অজান্তে
স্মৃতিরাই সাথী হবে গো ও...] - ২ বার 
কতটা বছর এই সুখ রবে গো... 

🔊 আমার মতামত - রিয়াজ বাংলা চলচ্চিত্রের সর্বকালের সর্বসেরা অভিনেতা। তাঁর সমস্ত গান বাংলার সেরা। রিয়াজ বাংলা চলচিত্রের এক অহংকারের নাম ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম