এই পোষ্টে প্রেমের জ্বালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - সাগরের মতই গভীর এবং গানটি গেয়েছেন কনক চাঁপা এবং এন্ড্রু কিশোর
🎵 গানের নাম - সাগরের মতই গভীর
🎧 Song Credits:
🎵 গান - Sagorer Motoi Govir
🎬 অ্যালবাম - প্রেমের জ্বালা
🎶 গীতিকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎹 সুরকার - আহমেদ ইমতিয়াজ বুলবুল
🔊 শিল্পী - এন্ড্রু কিশোর / কনক চাঁপা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Sagorer Motoi Govir Song Lyric 👇
[সাগরের মতই গভীর, আকাশের মতই অসীম
আমার এই প্রেম আমি তোমাকে দিলাম
তোমারি আছি আমি তোমা'রি ছিলাম
তোমারি আছি আমি তোমা'রি ছিলাম] - ২ বার
এ বুকে প্রাণ করে রাখবো তোমায়
এ বুকে প্রাণ করে রাখবো তোমায়
যেনো কভু হারিয়ে না যাও
শেষ নিঃশ্বাস টুকু দেবো উপহার
যদি তুমি একবার চাও!
সাগরের মতই গভীর, আকাশের মতই অসীম
আমার এই প্রেম আমি তোমাকে দিলাম
তোমারি আছি আমি তোমা'রি ছিলাম
তোমারি আছি আমি তোমা'রি ছিলাম
আপনার চেয়ে তুমি আরো যে আপন,
আপনার চেয়ে তুমি আরো যে আপন
এ কথাটি বুঝে গেছি আজ!
কপালের টিপ হয়ে, থাক চিরকাল
আমার প্রেমের পখরাজ
[সাগরের মতই গভীর, আকাশের মতই অসীম
আমার এই প্রেম আমি তোমাকে দিলাম
তোমারি আছি আমি তোমা'রি ছিলাম
তোমারি আছি আমি তোমা'রি ছিলাম] - ২ বার