এই পোষ্টে মনে পড়ে তোমাকে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - ওই চোখের পলকে তুমি বলো আমাকে। গানটি গেয়েছেন খালিদ হাসান মিলু এবং কনক চাঁপা
🎵 নাম - ওই চোখের পলকে
🎧 Song Credits:
🔊 শিল্পী - খালিদ হাসান মিলু / কনক চাঁপা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Oi Chokher Poloke Lyric 👇
[ওই চোখের পলকে তুমি বলো আমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
প্রতিটি মুহুর্ত, প্রতিটি ক্ষন আমি যে চাই তোমাকে] - ২ বার
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
[চাঁদের-ই জোছনা, স্রোতেরই মোহনা;
আমারই শুধু তুমি!
তাই দিনের-ই শুরুতে রাতের-ই গভীরে
তোমাকে খুজি আমি] - ২ বার
স্বয়নে-স্বপনে, জীবনে-মরনে
আসবো তোমার কাছে...
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
প্রতিটি মুহুর্ত, প্রতিটি ক্ষন আমি যে চাই তোমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
[চোখের-ই আড়ালে তোমাকে হারালে,
আমি দেখবো আঁধার!
তাই কখনো যেয়ো না হারিয়ে অজান্তে
তুমি যে আলো আমার] - ২ বার
জনমে-জনমে, বিরহ-মিলনে
রাখবো যে তোমাকে...
[ওই চোখের পলকে তুমি বলো আমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
প্রতিটি মুহুর্ত, প্রতিটি ক্ষন আমি যে চাই তোমাকে] - ২ বার
ওই চোখের পলকে তুমি বলো আমাকে
ওই চোখের পলকে তুমি বলো আমাকে