Megh Jodi Shore Jay (মেঘ যদি সরে যায়) Song Lyric

এই পোষ্টে জীবন নৌকা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - মেঘ যদি সরে যায় এবং গানটি গেয়েছেন মাসুম পারভেজ রুবেল

🎵 গানের নাম - মেঘ যদি সরে যায়

🎧 Song Credits: 
🎵 গান - Megh Jodi Shore Jay
🎬 অ্যালবাম - জীবন নৌকা
🎹 সুরকার আলম খান

Megh Jodi Shore Jay Lyric 👇

মেঘ যদি সরে যায়, দেখতে চাঁদ মুখ ভাল লাগে
রাগ যদি ঝরে যায়, থাকতে কাছে ভাল লাগে
কিছু বলি পথ চলি, কিছু বলি পথ চলি
এসো না অনুরাগে! 
মেঘ যদি সরে যায়, দেখতে চাঁদ মুখ ভাল লাগে
রাগ যদি ঝরে যায়, থাকতে কাছে ভাল লাগে

ও হো... 
লজ্জা লুকিয়ে রেখে দৃষ্টি ভেজা দু'চোখে;
লজ্জা লুকিয়ে রেখে দৃষ্টি ভেজা দু'চোখে
চাও ফিরে চাও ফিরে চাও ফিরে চাও
সব দ্বিধা সব বাধা যাও ভুলে যাও
মেঘ যদি সরে যায়, দেখতে চাঁদ মুখ ভাল লাগে
রাগ যদি ঝরে যায়, থাকতে কাছে ভাল লাগে

ও হো... 
দুষ্টু কখনো হলে একটু ছলনা দিলে;
দুষ্টু কখনো হলে একটু ছলনা দিলে
হয় ভাল হয় ভাল হয় ভাল হয়
মন দেয়া মন নেয়ার খাঁটি রয়
মেঘ যদি সরে যায়, দেখতে চাঁদ মুখ ভাল লাগে
রাগ যদি ঝরে যায়, থাকতে কাছে ভাল লাগে
কিছু বলি পথ চলি, কিছু বলি পথ চলি
এসো না অনুরাগে! 
মেঘ যদি সরে যায়, দেখতে চাঁদ মুখ ভাল লাগে
রাগ যদি ঝরে যায়, থাকতে কাছে ভাল লাগে
ও… ও… ও…
লা… লা… লা… হুম…

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম