Gan Noy Jibon Kahini (গান নয় জীবন কাহিনী) Song Lyric

এই পোষ্টে বন্দিনী সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - গান নয় জীবন কাহিনী এবং গানটি গেয়েছেন রুনা লায়লা

🎵 গানের নাম - গান নয় জীবন কাহিনী

🎧 Song Credits: 
🎵 গান - Gan Noy Jibon Kahini
🎬 অ্যালবাম - বন্দিনী
🔊 শিল্পী রুনা লায়লা

Gan Noy Jibon Kahini Lyric 👇

গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী 
গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী 
কি হবে শুনে কি পাইনি? কি পাইনি! 
গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী 
গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী! 

আমার-ই আগুনে বন্ধু আমার-ই পাখা পুড়েছে 
আমারই কতো যে স্বপ্ন, নিয়তি শুধু ভেঙ্গেছে! 
পাবো না, কোন কূল; সবই যে হবে ভুল- 
আমি তো ভাবিনি, ভাবিনি! 
গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী! 

আমি যে বিরহের অশ্রু, কেউ তা চোখে রাখে'নি
আমি যে পথ চলে ক্লান্ত কেউ তা খুজে দেখে'নি
আমার-ই এ জীবন হবে যে প্রহশন! 
কখন ও বুঝিনি, বুঝিনি! 
গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী 
গান নয় জীবন কাহিনী, সুর নয় ব্যাথার রাগিনী 
কি হবে শুনে কি পাইনি? কি পাইনি!

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম