এই পোষ্টে অনুভব সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - যদি সুন্দর একটা মুখ পাইতাম এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন
🎵 গান - যদি সুন্দর একটা মুখ পাইতাম
🎧 Song Credits:
🎵 গান - Jodi Sundor Ekta Mukh Paitam
🎬 অ্যালবাম - অনুভব
🎶 গীতিকার - এম এন আখতার
🎹 সুরকার - সত্য সাহা
🔊 শিল্পী - সাবিনা ইয়াসমিন
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Jodi Sundor Ekta Mukh Paitam Song Lyric 👇
[যদি সুন্দর একটা মুখ পাইতাম,
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম] - ২ বার
এক দিন তারে কাছে পেলে,
এক দিন তারে কাছে পেলে
রসের পিরিত শিখাইতাম
আমি, রসের পিরিত শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম
[নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর,
মাঝে মাঝে পান চিবাইতো হাসির ও ভিতর] - ২ বার
প্রেমের মালা দু'টি হাতে, প্রেমের মালা দু'টি হাতে
তারি গলায় পরাইতাম;
আমি, তারি গলায় পরাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম
রসের কথা রসের পিরিত, যদি সে না জানে
দু-চার কথা কইতাম তারে, প্রেমের কারনে!
নর নারির সাধের পিরিত, নর নারির রসের পিরিত
কি মজা তারে বুজাইতাম;
আমি, কি মজা তারে শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম
যদি সুন্দর একটা মুখ পাইতাম,
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম