Jodi Sundor Ekta Mukh Paitam (যদি সুন্দর একটা মুখ পাইতাম) Lyric

এই পোষ্টে অনুভব সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - যদি সুন্দর একটা মুখ পাইতাম এবং গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন

🎵 গান - যদি সুন্দর একটা মুখ পাইতাম

🎧 Song Credits: 
🎵 গান - Jodi Sundor Ekta Mukh Paitam
🎬 অ্যালবাম - অনুভব 
🎶 গীতিকার - এম এন আখতার
🎹 সুরকার সত্য সাহা
🔊 শিল্পী সাবিনা ইয়াসমিন

Jodi Sundor Ekta Mukh Paitam Song Lyric 👇 

[যদি সুন্দর একটা মুখ পাইতাম,
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম] - ২ বার 
এক দিন তারে কাছে পেলে, 
এক দিন তারে কাছে পেলে
রসের পিরিত শিখাইতাম
আমি, রসের পিরিত শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম

[নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর, 
মাঝে মাঝে পান চিবাইতো হাসির ও ভিতর] - ২ বার 
প্রেমের মালা দু'টি হাতে, প্রেমের মালা দু'টি হাতে
তারি গলায় পরাইতাম; 
আমি, তারি গলায় পরাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম

রসের কথা রসের পিরিত, যদি সে না জানে
দু-চার কথা কইতাম তারে, প্রেমের কারনে! 
নর নারির সাধের পিরিত, নর নারির রসের পিরিত
কি মজা তারে বুজাইতাম; 
আমি, কি মজা তারে শিখাইতাম 
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম
যদি সুন্দর একটা মুখ পাইতাম,
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম