Aguner Din Shesh Hobe (আগুনের দিন শেষ হবে) Song Lyric

এই পোষ্টে আমি সেই মেয়ে সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - আগুনের দিন শেষ হবে একদিন এবং গানটি গেয়েছেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তি

🎵 গান - আগুনের দিন শেষ হবে একদিন

🎧 Song Credits: 
🎵 গান - Aguner Din Shesh Hobe Ekdin
🎬 অ্যালবাম - আমি সেই মেয়ে 
🎶 গীতিকার -ঋতুপর্ণ ঘোষ 
🎹 সুরকার - তাবুন

Aguner Din Shesh Hobe Song Lyrics 👇 

[আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন] - ২ বার
আগুনের  দিন শেষ হবে একদিন

হৃদয়ে জ্বলছে যে বহ্নি, 
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোৎস্নায় নীল হবে অমনি
সেই আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেন হায় 
ভয় হয় নিশিদিন!
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন
আগুনের দিন শেষ হবে একদিন

জোনাকীর গান বুঝি থামলো
চাঁদনীতে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয় 
তুমি এসে দু'টি হাত বাড়ালে
এ ভূবন যে নূতন, এ স্বপন চিরদিন
[আগুনের দিন শেষ হবে একদিন
ঝরনার সাথে গান হবে একদিন
এ পৃথিবী ছেড়ে চলো যায়
স্বপ্নের সিড়ি বেয়ে সীমাহীন] - ৩ বার 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম