এই পোষ্টে নিশি রাতে আইসো বন্ধু সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - নিশি রাতে আইসো বন্ধু । গানটি গেয়েছেন রুনা লায়লা
🎵 গানের নাম - নিশি রাতে আইসো বন্ধু
🎧 Song Credits:
🎵 গান - Nishi Rate Aiso Bondhu
🎬 অ্যালবাম - নিশি রাতে আইসো বন্ধু
🎶 গীতিকার - মনিরুজ্জামান মনির
🎹 সুরকার - আনোয়ার পারভেজ
🔊 শিল্পী - রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Nishi Rate Aiso Bondhu Song Lyrics 👇
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
আরে নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
আন্ধারেতে চুপি চুপি মনের কথা কইও
আন্ধারেতে চুপি চুপি ফুলের মধু খাইও
নিশি রাতে! আহা,
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
বাড়ীর মানুষ যখন ঘুমায় পাড়াপরশী খবর না পায়
হা বাড়ীর মানুষ যখন ঘুমায় পাড়াপরশী খবর না পায়
আসবো তখন ওই কদম তলায়
দেরি হইলে ভুল বুইঝো না,
দেরি হইলে ভুল বুইঝো না অন্তরে বুঝাইয়ো
নিশি রাতে! হায়রে,
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
তুমি প্রেম বাগানের কালা ভ্রমর
আহ বুকে রাইখা কইরো আদর
তুমি প্রেম বাগানের কালা ভ্রমর
আহ বুকে রাইখা কইরো আদর
নাই বা থাকুক ওই চান্দের ও বাসর
দোয়াই লাগে পানি বিনা,
দোয়াই লাগে পানি বিনা আগুনটা নিভাইও
নিশি রাতে! হায়রে,
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও
আন্ধারেতে চুপি চুপি মনের কথা কইও
আন্ধারেতে চুপি চুপি ফুলের মধু খাইও
নিশি রাতে আইসো বন্ধু নিশি রাতে যাইও