এই পোষ্টে জনপ্রিয় একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - চোখেরই জলে লেখা কত যে কবিতা। গানটি গেয়েছেন আসিফ আকবর
🎧 Song Credits:
🎵 গান - চোখেরই জলে লেখা
🎬 অ্যালবাম - ও প্রিয়া তুমি কোথায়
🎶 গীতিকার - ইথুন বাবু
🎹 সুরকার - ইথুন বাবু
🔊 শিল্পী - আসিফ আকবর
📌 লেবেল - Soundtek
Chokheri Jole Lekha Song Lyrics 👇
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে
যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো সেদিন আমার মরন হবে
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে
ভুলে যদি যাও তুমি এই আমাকে,
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে!
ও ভুলে যদি যাও তুমি এই আমাকে,
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে!
সবকিছু এখানে-ই জানি পড়ে রবে
ধুকে ধুকে জীবনটা'কে পাড়ি দিতে হবে
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে
কষ্ট'রা জমা হয়ে কাঁদে দিনরাত্রি,
নীরব রাতের সাথে আমি একা যাত্রী!
ও কষ্ট'রা জমা হয়ে কাঁদে দিনরাত্রি,
নীরব রাতের সাথে আমি একা যাত্রী!
আঁধার এখন আমার বড় ভালো লাগে
মনে হয় কে যেন পিছু থেকে ডাকে
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে
যেদিন চোখের জল শুকিয়ে যাবে
মনে রেখো সেদিন আমার মরন হবে
চোখের-ই জলে লেখা কত যে কবিতা
ঝরে পড়ে প্রতিদিন-ই তোমার-ই নামে