Puspo Diye Mala Gethe (পুষ্প দিয়ে মালা গেথে) Song Lyrics

এই পোষ্টে পুষ্পমালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - পুষ্প দিয়ে মালা গেঁথে দিলাম তোমার গলাতে। গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোর

🎧 Song Credits: 
অ্যালবাম - পুষ্পমালা 
সুরকার সত্য সাহা

Puspo Diye Mala Gethe Song Lyrics 👇

পুষ্প দিয়ে মালা গেথে দিলাম তোমার গলাতে 
ও সাক্ষী রেখে আকাশ বাতাস এই পুর্নিমা রাতে 
ও পুষ্প দিয়ে মালা গেথে দিলাম তোমার গলাতে 
ও সাক্ষী রেখে আকাশ বাতাস এই পুর্নিমা রাতে 
ও, ও বন্ধু ভুইলো না আমারে, রে ভুইলো না আমারে

না খুলিও কোনদিন এই মিলন ও বাঁধন
হিয়াতে জড়ায়ে থেকে রক্তের-ই মতন 
অঙ্গারে পুড়িয়া হিয়া হইয়া গেলে ছাই
বাতাসে কুড়িয়া কইমু তোমারে যে চাই
তাইতো বন্ধু ভালোবেসে হাত রাখিলাম এই হাতে  
ভুইলো না আমারে, রে ভুইলো না আমারে! 

এই জনমে না করিলে আমার মনের আশা
আর জনমে দিও বন্ধু অনেক ভালোবাসা
পুষ্প কাঞ্চন দুই দেহ একই তাদের মন 
একই অঙ্গে পাশাপাশি দুইটি নয়ন
দু'জনার-ই জীবন মরণ বাঁধা হইলো একসাথে 
ভুইলো না আমারে, রে ভুইলো না আমারে! 

পুষ্প দিয়ে মালা গেথে দিলাম তোমার গলাতে 
ও সাক্ষী রেখে আকাশ বাতাস এই পুর্নিমা রাতে 
ও পুষ্প দিয়ে মালা গেথে দিলাম তোমার গলাতে 
ও সাক্ষী রেখে আকাশ বাতাস এই পুর্নিমা রাতে 
ও, ও বন্ধু ভুইলো না আমারে, রে ভুইলো না আমারে


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম