Jonom Jonmer Sathi Amra (জনম জনমের সাথী আমরা দুজন) Lyrics

এই পোষ্টে পুষ্পমালা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - জনম জনমের সাথী আমরা দুজন। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর

🎧 Song Credits:
অ্যালবাম - পুষ্পমালা 
সুরকার সত্য সাহা

Jonom Jonmer Sathi Amra  Song Lyrics 👇

জনম জনমের সাথী আমরা দুজন, দুজন!
ও... একই ডোরে আহা রয়েছে যে বন্ধন 
জনম জনমের সাথী আমরা দুজন, দুজন!
ও... একই ডোরে আহা রয়েছে যে বন্ধন 

আ... আ... আ...
রাঁধার যেমন ছিলো একই শ্যাম,
শ্যাম জানে একই রাঁধা রাঁধা নাম
ও রাঁধার যেমন ছিলো একই শ্যাম,
শ্যাম জানে একই রাঁধা রাঁধা নাম 
জীবন! ও... মরণজয়ী প্রেমে পেয়েছি এ জীবন!
জনম জনমের সাথী আমরা দুজন, দুজন!
ও... একই ডোরে আহা রয়েছে যে বন্ধন 

আ... আ... আ...
স্বর্গ সুখের কামনা যে নাই,
প্রেমের সুধায় শুধু ভেসে যেতে চাই
স্বর্গ সুখের কামনা যে নাই,
প্রেমের সুধায় শুধু ভেসে যেতে চাই
মরণ! ও... ভালোবাসার কভু হয়না যে গো মরণ! 
জনম জনমের সাথী আমরা দুজন, দুজন!
ও... একই ডোরে আহা রয়েছে যে বন্ধন
জনম জনমের সাথী আমরা দুজন, দুজন!
ও... একই ডোরে আহা রয়েছে যে বন্ধন


🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম