এই পোষ্টে লন্ডভন্ড সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - অন্তর অন্তর এই অন্তর অন্তর। গানটি গেয়েছেন রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর
🎧 Song Credits:
অ্যালবাম - লন্ডভন্ড
গীতিকার - মনিরুজ্জামান মনির
সুরকার - আবু তাহের
শিল্পী - এন্ড্রু কিশোর / রুনা লায়লা
Ontor Ontor Ei Onto Ontor Song Lyrics 👇
[অন্তর অন্তর এই অন্তর অন্তর
অন্তর অন্তর এই অন্তর অন্তর
তোমাকে দিয়েছি, তোমারি হয়েছি
জানিনা কি হবে তারপর,
জানিনা কি হবে তারপর] - ২ বার
অন্তর অন্তর এই অন্তর অন্তর
অন্তর অন্তর এই অন্তর অন্তর
দু'হাতে জড়িয়ে, রেখেছি তোমারে
রাখোনা আমাকে বুকেরি গভীরে
মনেরি পিয়াসা দিয়েছো বাড়িয়ে
তোমাকে আদরে উঠেছে মনে ঝড়
তোমাকে দিয়েছি, তোমারি হয়েছি
জানিনা কি হবে তারপর,
জানিনা কি হবে তারপর
অন্তর অন্তর এই অন্তর অন্তর
হাআ, অন্তর অন্তর এই অন্তর অন্তর
জীবনে আমারি তুমি যে প্রেরণা
ব্যাথা রো আঁধারে জ্বেলেছো জোছনা
হৃদয়ে তোমারি চেয়েছি ঠিকানা
সোহাগে রাঙ্গাবো প্রতিদিন ওগো সব
[তোমাকে দিয়েছি, তোমারি হয়েছি
জানিনা কি হবে তারপর,
জানিনা কি হবে তারপর
হো অন্তর অন্তর এই অন্তর অন্তর
অন্তর অন্তর এই অন্তর অন্তর] - ২ বার
🔊 আমার মতামত - সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ আধুনিক বাংলা গান। শ্রেষ্ঠ সুরকারের অনিন্দ্য সুন্দর নিবেদন। এই গান যুগ যুগ ধরে মানুষের মন নাড়িয়ে দিয়ে যাবে ❤️