Akti Meye Choke Vashe (একটি মেয়ে চোখে ভাসে) Song Lyrics

এই পোষ্টে সেই শান্তি চাই সিনেমার একটা গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - একটি মেয়ে চোখে ভাসে স্বপ্ন। গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর

🎧 Song Credits: 
অ্যালবাম - শান্তি চাই
সুরকার আলম খান

Akti Meye Choke Vashe Song Lyrics 👇

একটি মেয়ে চোখে ভাসে স্বপ্ন হয়ে কাছে আসে
জানি না তো, সেই মেয়েটি আমারে কি ভালোবাসে
ও...ও একটি মেয়ে চোখে ভাসে স্বপ্ন হয়ে কাছে আসে
জানি না তো, সেই মেয়েটি আমারে কি ভালোবাসে

হাসিতে জোছনা ঝড়ে, চোখেতে ঝড়ে মায়া
দেখেছি রাঙা ঠোটে লুকানো প্রেমের ছায়া
আহারে বনলতা বলে না কোন কথা 
থেকে থেকে শুধু হাসে!
ও...ও একটি মেয়ে চোখে ভাসে স্বপ্ন হয়ে কাছে আসে
জানি না তো, সেই মেয়েটি আমারে কি ভালোবাসে

যখনি দেখেছি তারে ভুলেছি মুখের ভাষা
শুধু যে এটুকু জানি সেই তো ভালোবাসা
আহারে ভালোবাসা যদি গো কাছে আসা
চলে যেওনা কাছে এসে! 
ও...ও একটি মেয়ে চোখে ভাসে স্বপ্ন হয়ে কাছে আসে
জানি না তো, সেই মেয়েটি আমারে কি ভালোবাসে
ও...


🔊 আমার মতামত - এই গান গুলিই বিশ্ববাসীকে মনে করিয়ে দিবে বাংলাদেশের গানের সংস্কৃতি কত উন্নত। বাংলাদেশ এই গানগুলি নিয়ে সারা বিশ্বে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিবে। বিশ্ববাসী এই গান গুলো শুনে বুজবে বাংলাদেশ কত সুশৃঙ্খল জাতি ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম