সলিল চৌধুরীর গানের ভক্ত কিন্তু অনেকেই ছিলেন এবং অনেকে আছেন, আপনি আমি সহ। তবে সব'চে মজার মানুষটির নাম - যিনি সলিল চৌধুরীর যেকোন অনুষ্ঠান হলেই ষ্টেজের পাশে একটা ছোট্ট চেয়ার নিতেন এবং সেখানে বসে পুরো অনুষ্ঠানটা দেখতেন
সলিল চৌধুরীর গানের ভক্ত আপনি আমি ছাড়াও আরো একজন বড় মাপের মিউজিক কম্পোজার। তিনিও সলিল চৌধুরীর গানের একজন মারাত্নক ভক্ত এবং তিনি সলিল চৌধুরীর ষ্টেজের পাশে একটা ছোট্ট চেয়ার নিয়ে বসে বসে তাঁর অনুষ্ঠানটা দেখতেন; শুনতেন। তিনি কে? তাঁর নাম আমি বলবো তবে সন্ধ্যা মুখোপাধ্যায় বোধয় অন্য কারো নাম ধরে ডাকছে...
🎧 Song Credits:
শিল্পী - সন্ধ্যা মুখোপাধ্যায়
Jodi Naam Dhore Tare Daki Song Lyrics 👇
যদি নাম ধরে তারে ডাকি
কেন সবুজ পাতা'রা যে সাড়া দেয়,
বনে বনে নব মঞ্জরী
কেন ফুলে ফুলে ভরে যায়
যদি নাম ধরে তারে ডাকি
কেন সবুজ পাতা'রা যে সাড়া দেয়
বনে বনে নব মঞ্জরী
যদি নাম ধরে তারে ডাকি...
যদি ফাগুন ঘিরে গো আসে
বাতাসে বাতাসে তারই সুরভি ভাসে
যদি ফাগুন ঘিরে গো আসে
বাতাসে বাতাসে তারই সুরভি ভাসে
নামহারা জানিনা কোন পাখী
নামহারা জানিনা কোন পাখী
তারই গান গেয়ে আকাশ বাতাস ভরে দেয়
যদি নাম ধরে তারে ডাকি...
মোর পাগল এমনি এ নেশা
যা দেখি যা শুনি সবই তে যে'ন সে মেশা
মোর পাগল এমনি এ নেশা
যা দেখি যা শুনি সবই তে যে'ন সে মেশা
দুই নয়ন ঘুমে মগন যখন
দুই নয়ন ঘুমে মগন যখন
মোর ভুবনে শুধু স্বপন তারই কেন চায়
যদি নাম ধরে তারে ডাকি
কেন সবুজ পাতারা যে সাড়া দেয়
বনে বনে নব মঞ্জরী
কেন ফুলে ফুলে ভরে যায়।
যদি নাম ধরে তারে ডাকি...
🔊 আমার মতামত - গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই সুন্দর গানটি ছোট বেলায় শোনা গান। সলিল চৌধুরী বাংলা গানের জগতে একজন অন্যতম তারা ❤️