Prem Jano Na (প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা) Lyrics

Prem Jano Na
লালনের গানের পদ এমনকি বর্তমান সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়েও অসম্ভব মনে হয়। "বেদ-পুরাণে করেছে জারি যবনের সাঁই হিন্দুর হরি লালন বলে বুঝতে নারি দুইরূপ সৃষ্টি করলেন কী তার প্রমাণ" বাউল-ফকিরদের কাজই ছিলো হিন্দু-মুসলমান ভেদাভেদের বাইরে গিয়ে সাধনার দ্বারা সেতু বন্ধন করা

লালন 'কে গঙ্গায় চুবিয়ে হিন্দু করা যাবে না আবার দার্গায় নিয়ে গিয়ে মুসলমান ও করা যাবে না। লালনের শিষ্যরা মুলত ছিলেন নিম্নস্তরের হিন্ধু মুসলমান প্রধানত জোলা বা মোমিন যেভাবে এক সময় উচ্চবর্নের অত্যাচারে অসংখ্য নিম্নবর্গীয় মানুষেরা বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন তেমনি যখন হিন্দু হয়েও মন্দিরে ঢোকা নিষেধ করে দেয়া হয়; মুসলমান হলেও মসজিদে প্রবেশের অধিকার মেলে না তখন তারা আশ্রয় নেয় লালনে

আজ এই একবিংশ শতকেও ধর্ম নিয়ে মধ্যযুগীয় বর্বরতার শিকার হন মানুষ জন সেখানে দাঁড়িয়ে ভীষণ ভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এই মতাদর্শ পুনরায়। মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি কারি প্রবৃত্তির নিবৃত্তির না হলে তো, সেই মানুষটি সন্ধান মেলা দুস্কর। পোষ্ট করছি সেই সব লালনের গান যেগুলো এখনি বোঝার এবং শোনার সময় এসেছে... 

🎧 Song Credits:
অ্যালবাম - Abisharanyo Lalan Immortal Compositions Of Lalan
গীতিকার - লালন ফকির 
সুরকার - দীনেন্দ্র চৌধুরী 

Prem Jano Na Song Lyrics 👇

প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
ও তার কথায় দেখি ব্রহ্ম আলাপ মনে গলদ ষোলকলা
ও তার কথায় দেখি ব্রহ্ম আলাপ মনে গলদ ষোলকলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা

বেশ করে সে বৈষ্ণবগিরি, রস নাহি তার গুমর ভারি
বেশ করে সে বৈষ্ণবগিরি, রস নাহি তার গুমর ভারি
হরি নামের ঢুঁ ঢুঁ তারি
তিনগাছি জপের মালা।
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা

খাঁদা বাঁধা ভূত চালানি, সেইটা বটে গণ্য জানি
খাঁদা বাঁধা ভূত চালানি, সেইটা বটে গণ্য জানি
সাধুর হাটের ঘুসঘুসানি, প্রেম গুণে তে পাও জালা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা

তার মন মেতেছে মদন রসে, সদাই থাকে সেই আবেশে 
তার মন মেতেছে মদন রসে, সদাই থাকে সেই আবেশে 
লালন বলে মিছে মিছে লব-লবানি প্রেম উতলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
ও তার কথায় দেখি ব্রহ্ম আলাপ মনে গলদ ষোলকলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
প্রেম জানো না প্রেমের হাটের বুলবুলা
 
🔊 আমার মতামত - অসাধারণ গান, লালন সাঁইজির গান। একটা অখন্ড মানবসত্তার গান। মানব দেহের সঙ্গে মানব আত্মার বাঁধ বাধে বাউল গান। না হলে কত জন্ম এই "দেহ আর আত্মা" পরস্পর থেকে পৃথক থেকেই কাটিয়ে দেয় ❤️
নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম