January February Mon Chay (জানুয়ারী ফেব্রুয়ারী মন চায়) Lyric

কুলি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত প্রণয়ধর্মী হাস্যরসাত্মক সিনেমা। এই সিনেমাটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এই পোষ্টে এই সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো

🎵 গানের নাম - জানুয়ারী ফেব্রুয়ারী মন চায়

🎧 Song Credits: 
🎵 গান - January February Mon Chay 
🎬 অ্যালবাম - কুলি
🎶 গীতিকার - মিল্টন খন্দকার
🎹 সুরকার - আলম খান 
🔊 শিল্পী - রুনা লায়লা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া

January February Mon Chay Song Lyrics 👇

জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
মার্চ মাসেও পেলাম নারে মন মানুষের দেখা 
এপ্রিল ও যায়রে চলে এখন কি করি? 
(কি কথা শুনাইলা পাগল হইয়া যাই
সখির একটা মনের মানুষ চাই)
জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
ও জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
মার্চ মাসেও পেলাম নারে মন মানুষের দেখা 
এপ্রিল ও যায়রে চলে এখন কি করি? 

মে মাস আর জুন মাস গরম গরম বাতাস 
মে মাস আর জুন মাস গরম গরম বাতাস 
জমে না প্রেমের খেলা! 
জুলাই অগাস্ট মাসে বৃষ্টি বাদল আসে
জুলাই অগাস্ট মাসে বৃষ্টি বাদল আসে
অন্তরে লাগে! 
তখন পাই যদি প্রিয় জন (কি করবি?)
তখন পাই যদি প্রিয় জন বুকে নিয়ে তারে আদর করি
(কি কথা শুনাইলা পাগল হইয়া যাই
সখির একটা মনের মানুষ চাই)
জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
আহ জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
মার্চ মাসেও পেলাম নারে মন মানুষের দেখা 
এপ্রিল ও যায়রে চলে এখন কি করি?  

সেপ্টেম্বর অক্টোবরে মন বসে না আর ঘরে 
সেপ্টেম্বর অক্টোবরে মন বসে না আর ঘরে
কিছুই লাগে না মিঠা! 
নভেম্বর, ডিসেম্বর শীতে কাঁপে থর থর 
নভেম্বর, ডিসেম্বর শীতে কাঁপে থর থর 
কে খাবে রসের পিঠা!
হায়রে বন্ধুতো বোঝে না (কি বোঝে না)
হায়রে বন্ধুতো বোঝে না এ কোন আগুনে জ্বলে মরি 
(কি কথা শুনাইলা পাগল হইয়া যাই
সখির একটা মনের মানুষ চাই)
জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
হা জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
মার্চ মাসেও পেলাম নারে মন মানুষের দেখা 
এপ্রিল ও যায়রে চলে এখন কি করি? 
জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি
জানুয়ারী ফেব্রুয়ারী মন চায় প্রেমে পড়ি



🔊 আমার মতামত - ৯০ দশকের সবচেয়ে জনপ্রিয় গান গুলির একটা এইটা। এই গান টা মাইকে বেশি বাজাত, রেড়িওতেও অনেক শুনেছি। আমার মত ছোট বেলায় রেডিও তে আপনি শুনেছেন? ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম