Laily Mojnu Shiri Forhad (লাইলি-মজনু শিরি-ফরহাদ) Song Lyric

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে নয়নের কাজল সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - লাইলি-মজনু শিরি-ফরহাদ যেমন রাঁধা-শ্যাম

🎵 গানের নাম - লাইলি-মজনু শিরি-ফরহাদ

🎧 Song Credits: 
🎵 গান - Laily Mojnu Shiri Forhad
🎬 অ্যালবাম - নয়নের কাজল

Laily Mojnu Shiri Forhad Song Lyrics 👇

লাইলি-মজনু শিরি-ফরহাদ যেমন রাঁধা-শ্যাম
লাইলি-মজনু শিরি-ফরহাদ যেমন রাঁধা-শ্যাম 
তেমন-ই পিরিতে আজকে আমরা মজিলাম
তেমন-ই পিরিতে আজকে আমরা মজিলাম
লাইলি-মজনু শিরি-ফরহাদ যেমন রাঁধা-শ্যাম 
তেমন-ই পিরিতে আজকে আমরা মজিলাম
তেমন-ই পিরিতে আজকে আমরা মজিলাম 

তুমি যেন পরান বন্ধু আমার দেহ মাঝে গো,
আমার দেহ মাঝে !  
চোখের আড়াল হইলে তুমি
আমি বাঁচি না যে গো আমি বাঁচি না যে
এই না চোখের মাঝে সখী তুমি যেন 
আলো গো তুমি যেন আলো
তুমি ছাড়া অন্য কিছু দেখি না যে 
ভালো গো দেখি না যে ভালো 
[লাইলি-মজনু শিরি-ফরহাদ যেমন রাঁধা-শ্যাম] - ২ বার 
[তেমন-ই পিরিতে আজকে আমরা মজিলাম] - ২ বার 

আহার নিদ্রা নাইরে বন্ধু, মন থাকে না ঘরে 
গো মন থাকে না ঘরে! 
পলকে পলকে তোমার মুখটি মনে পড়ে 
গো মুখটি মনে পড়ে! 
ইচ্ছা করে বুক চিরিয়া সেথায় তোমায় রাখি 
গো সেথায় তোমায় রাখি 
সংগে সংগে রবে তুমি যেথায় আমি থাকি 
গো যেথায় আমি থাকি 
[লাইলি-মজনু শিরি-ফরহাদ যেমন রাঁধা-শ্যাম] - ২ বার 
[তেমন-ই পিরিতে আজকে আমরা মজিলাম] - ২ বার 

🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম