Ke Bole Ami Valo na (কে বলে আমি ভালো না) Song Lyric

খল অভিনয় করেও যে মানুষের মন জয় করা যায়, তার বড় প্রমাণ হুমায়ুন ফরিদি। এই মানুষটাকে ছোটবেলয় তার অভিনয় দেখে আমি গালি দিতাম। এখন বুঝি সে কিংবদন্তি ভিলেন। এই পোষ্টে তারই অভিনয় করা সিনেমা সৎ মানুষ  এর একটি গানের লিরিক্স শেয়ার করবো। গানের নাম - কে বলে আমি ভালো না

🎵 গানের নাম - কে বলে আমি ভালো না

🎧 Song Credits: 
🎵 গানKe Bole Ami Valo na
🎬 অ্যালবাম - সৎ মানুষ  

Ke Bole Ami Bhalo na Song Lyrics 👇

কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না

কে বলে আমি ভালো না
কে বলে আমি ভালো না
আমি তো মানুষ থাকবে কিছু দোষ
আমাকে মন্দো বলো না
[কে বলে আমি ভালো না
কে বলে আমি ভালো না] - ২ বার 

সোনার মাঝেও খাঁদ আছে
(সোনার মাঝেও খাঁদ আছে)

ও, চাঁন্দের মাঝেও দাগ আছে
(চাঁন্দের মাঝেও দাগ আছে)
আমার না হয় অল্প অল্প পাপ আছে
(আছে রে পাপ আছে
আছে রে পাপ আছে)
[কে বলে আমি ভালো না
কে বলে আমি ভালো না] - ২ বার 

ধনের-ই কাঙ্গাল ধন খুঁজে 
(ধনের-ই কাঙ্গাল ধন খুঁজে)
ও মনের কাঙ্গাল মন খুঁজে
(মনের কাঙ্গাল মন বোঝে) 
আমি কাঙ্গাল একটু একটু সুখ খুঁজি
(খুঁজিরে সুখ খুঁজিরে
খুঁজিরে সুখ খুঁজিরে) 
[কে বলে আমি ভালো না
কে বলে আমি ভালো না] - ২ বার 
আমি তো মানুষ থাকবে কিছু দোষ
আমাকে মন্দো বলো না
[কে বলে আমি ভালো না
কে বলে আমি ভালো না] - ২ বার 



🔊 আমার মতামত - বাংলার ইতিহাসে কিছু গান যেমন অমর হয়ে থাকে কিছু অভিনেতা বাংলা মাটিতে অমর হয়ে থাকবে যেমন সালমান শাহ্, জসিম, মান্না, হুমায়ূন ফরিদী, রাজ্জাক, আনোয়ার হোসেন, জাফর ইকবাল, দিলদার হোসেন তারা সারা জীবন আমাদের মাঝে থাকবে তবে আমার আপসোস এই জন্যে যে, নকল হাটে আসল সোনা গেলাম বেচিয়া আসলে এই গানের লাইনের মত হুমায়ূন ফরীদি তাঁর অভিনয় প্রতিভা নকল হাটে বেচে গেলেন, যেই হাট উনার মত আসল সোনার দাম দিতে পারে নাই ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম