Chandite Lagaiya Buddhir Tel (চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল) Lyric

বাংলা ছায়াছবির জনপ্রিয় গানগুলোর বেশিরভাগই লিখেছেন ও সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই পোষ্টে সমাজকে বদলে দাও সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল

🎵 গানের নাম - চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল

🎧 Song Credits: 
🎵 গান - Chandite Lagaiya Buddhir Tel
🎬 অ্যালবাম - সমাজকে বদলে দাও

Chandite Lagaiya Buddhir Tel Song Lyrics 👇

চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 
হায়রে চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 
খুন খারাপি চান্দাবাজি করি কত ধান্ধাবাজি 
হয়না আমার জরিমান হয়না কোন জেল 
চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 
হায়রে চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 

[বিলাই দেইখা ইন্দুর পলায় বেজি দেইখা শাপ
আপনারে দেইখা আমজনতা কয়রে বাপরে বাপ] - ২ বার 
অস্রপাতির নাইরে অভাব, এই শহরের আমি নবাব
শিকারী চোখের নিশানা আমার হয়না কভু ফেল 
চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 
হায়রে চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল

[শিয়াল দেইখা মুরগি পলায় সিংহ দেইখা ষাড়
আপনারে দেইখা দিল কলিজা কাপে মাংস হাড়] - ২ বার 
আমার সংগে যারা লাগে, লাশ হয়ে যায় লাগার আগে
গিরিঙ্গি বুদ্ধি মাথায় আমার আছে রে অঢেল 
চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 
হায়রে চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল

খুন খারাপি চান্দাবাজি করি কত ধান্ধাবাজি 
হয়না আমার জরিমান হয়না কোন জেল 
চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 
হায়রে চান্দিতে লাগাইয়া বুদ্ধির তেল
ও সোনারে দেখাও তুমি কত রঙের খেল 



🔊 আমার মতামত - বাংলা সিনেমার সবচেয়ে বেশি হিট করা গান গুলো আহমেদ ইমতিয়াজ বুলবুল এর লেখা। এই গান গুলো যুগের পর যুগ চলবে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম