এই পোষ্টে পাগলা ঘন্টা সিনেমার সেই জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো এই পোষ্টে। গানের নাম - বলতো আমি তোমার কে এবং গানটি গেয়েছেন ডলি সায়ন্তনী এবং এন্ড্রু কিশোর
🎵 গান - দুনিয়া বানাইয়া আল্লাহ
🎧 Song Credits:
🎵 গান - বলতো আমি তোমার কে
🎬 অ্যালবাম - পাগলা ঘন্টা
📌 লেবেল - অনুপম রেকর্ডিং মিডিয়া
Boloto Ami Tomar Ke Song Lyrics 👇
[বলো তো আমি তোমার কে,
বলো না তুমি আমার কে] - ২ বার
জানিনা কেন যে তোমার প্রতি
আমার এত টান!
কেন একবার না দেখিলে তোমায়
বাঁচে না পরাণ!
[বলো তো আমি তোমার কে,
বলো না তুমি আমার কে] - ২ বার
জানিনা কেন যে তোমার প্রতি
আমার এত টান!
কেন একবার না দেখিলে তোমায়
বাঁচে না পরাণ!
[বলতো কি করে তোমার দু'চোখে
আমার দু;চোখ পড়লো
আর রঙের ফাগুনে চোখ ভরলো] - ২ বার
কেন এমন করে, নতুন জীবন
আমায় করলে তুমি দান?
কেন একবার না দেখিলে তোমায়
বাঁচে না পরাণ!
[বলো তো আমি তোমার কে,
বলো না তুমি আমার কে] - ২ বার
[বলো তো কি করে তোমার মনেতে
আমার এ মন মিশিলো
আর সুখের প্লাবনে মন ভাসলো] - ২ বার
কেন এমন করে, বুকের ভেতর
জাগাও খুশির তুমি বান
কেন একবার, না দেখিলে তোমায়
বাঁচে না পরাণ
[বলো তো আমি তোমার কে,
বলো না তুমি আমার কে] - ২ বার
জানিনা কেন যে তোমার প্রতি
আমার এত টান!
কেন একবার না দেখিলে তোমায়
বাঁচে না পরাণ!
[বলো তো আমি তোমার কে,
বলো না তুমি আমার কে] - ২ বার