Jodi Theme Jay (যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল) Song Lyrics

এই পোষ্টে মিস ডায়না সিনেমার একটি জনপ্রিয় গানের লিরিক্স শেয়ার করবো যার নামা - যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল এবং এই গানটিতে কন্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু এবং কনক চাঁপা 

🎧 Song Credits: 
অ্যালবাম - মিস ডায়না 
গীতিকার কবির বকুল 

Jodi Theme Jay Song Lyrics 👇

যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল
যদি শুকায় সাগরের সবটুকু জল
যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল
যদি শুকায় সাগরের সবটুকু জল
আমি তখনো তোমার আশায়
বেঁচে রবো যে ভালোবাসায়
হয়ে তোমারি প্রেমে পাগল

যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল
যদি শুকায় সাগরের সবটুকু জল
আমি তখনো তোমার আশায়
বেঁচে রবো যে ভালোবাসায়
হয়ে তোমারি প্রেমে পাগল

চোখের তারায় স্বপ্ন তুমি বুকের ভিতরে প্রাণ
আমার জীবনের গল্প তুমি, আমার জীবনের গান
ও চোখের তারায় স্বপ্ন তুমি বুকের ভিতরে প্রাণ
ও ও আমার জীবনের গল্প তুমি, আমার জীবনের গান
ও আমার পাশে নেই গো তুমি ভাবতেই আঁখি টলমল
যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল
যদি শুকায় সাগরের সবটুকু জল

বৃষ্টি ভেজা শ্রাবণ দিনে আরো কাছে পেতে চাই
তোমার আলিঙ্গনে সিক্ত হয়ে আমি লাজে মরে যাই
ও বৃষ্টি ভেজা শ্রাবণ দিনে আরো কাছে পেতে চাই
তোমার আলিঙ্গনে সিক্ত হয়ে আমি লাজে মরে যাই
ও তোমার কাছে আসতে যেন এই হায় চঞ্চল 

[যদি থেমে যায় পৃথিবীর সব কোলাহল
যদি শুকায় সাগরের সবটুকু জল
আমি তখনো তোমার আশায়
বেঁচে রবো যে ভালোবাসায়
হয়ে তোমারি প্রেমে পাগল] - ২ বার 
ও ও ও...


🔊 আমার মতামত - গানের কথা, সুর আর আইয়ুব বাচ্চু-কনক চাঁপার গায়কী অসাধারণ শুধু দৃশ্যায়নে শালীনতার অভাব। তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রির প্রভাবে এভাবে গানটা করা হয়েছে ❤️

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

যোগাযোগ ফর্ম